ছবিতে দেখুন রানু মণ্ডলের চড়া মেকআপের ছবি ভুয়া নাকি আসল?
কয়েকদিন আগে রানু মণ্ডলের মেকআপ করা ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু পরে এ নিয়ে কথা উঠেছে এটা নাকি আসল রানু মণ্ডলের ছবি নয়। এবার তার আসল ছবির সাথে মিলিয়ে দেখুন রানু মণ্ডলের চড়া মেকআপের ছবি ভুয়া? এটাই নাকি আসল?
-
রানু মণ্ডলের চড়া মেকআপের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিমি ছড়িয়ে হাসি-মস্করাও করছে অনেকে। কিন্তু ওই ছবিটি আসলে ভুয়া।
-
রানু মণ্ডলের মেকআপ শিল্পীও পড়েছেন সমালোচনার মুখে। রানুর মেকআপের একটি ছবি পোস্ট করে ওই মেকআপ শিল্পী দাবি করলেন, এটাই আসল।
-
সন্ধ্যা মেকওভারের দাবি, আপনারা দেখতে পাচ্ছেন এটাই ফারাক। কাঁটাছেড়া করে ভুয়া ছবি ছড়ানো হয়েছিল। হাসি-তামাশা ঠিক আছে, কিন্তু সেটা আমাদের ভাবাবেগে আঘাতও করে।
-
মেকআপ শিল্পী এমন দাবি করলেও তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ।
-
সন্ধ্যা মেকওভার রানুর ভোলবদলের ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে সেজে উঠলেন রানু।
-
দিন কয়েক আগে একটি র্যাম্প শোয়ে হাঁটেন রানু মণ্ডল। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায়, অত্যন্ত চড়া মেকআপে রয়েছেন রানু মণ্ডল।
-
ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হাসি-তামাশা। নানা রকম মিম ছড়ানো হয়।
-
তবে রানুকে নিয়ে হাসি-তামাশা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।
-
ওই অংশের মতে, দীর্ঘদিন রানাঘাট স্টেশনে ভিক্ষা করতেন রানু মণ্ডল। তিনি ঘষামাজার সুযোগ পাননি। শিক্ষার অভাবও রয়েছে। আর মেকআপ তো তিনি নিজে করেননি।