কারিনা কাপুরের অন্যরকম সাজ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২১ নভেম্বর ২০১৯
আপডেট: ০৫:২৮ পিএম, ২১ নভেম্বর ২০১৯
বলিউড তারকা কারিনা কাপুর এবার অন্যরকম পোশাকে তার ভক্ত-দর্শকদের হাজির হয়েছেন। তার অনুরাগীরা বলছেন তিনি এ পোশাকে আগের চেয়েও অনেক গ্লামারাস।
-
‘গুড নিউজ’ এর প্রমোশনে এক্কেবারে অন্যরকম লুকে হাজির কারিনা কাপুর খান।
-
সিনেমার প্রমোশনে অক্ষয় কুমার, কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জের কাছ থেকে লাইমলাইট ছিনিয়ে নেন কারিনা।
-
আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘গুড নিউড’।
-
মুক্তির আগেই কারিনার লুক নিয়ে সরগরম পেজ থ্রি।
-
‘গুড নিউজ-এর প্রমোশনে কিয়ারা আদবানি হাজির হলেও পাপারাজতির নজরে ছিলেন শুধুমাত্র কারিনা।
-
‘গুড নিউজ’-এর প্রমোশনের পাশাপাশি লাল সিং চাড্ডার শুটিংয়েও ব্যস্ত কারিনা।
-
করণ জহরের পরের প্রজেক্ট ‘তখত’-এও দেখা যাবে কারিনা কাপুর খানকে।
-
‘গুড নিউজ’-এর পরই কি ‘তখত’-এর শুটিং শুরু করবেন কারিনা, সে বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কোনো উত্তর দেননি কারিনা।