শিল্পা শেঠির বিলাসবহুল বাড়ির চমকে দেয়া সাজসজ্জা
বলিউড তারকা শিল্প শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা তৈরি করেছেন স্বপ্নের মত বিলাসবহুল বাড়ি। তাদের বাড়ির ভেতরের ছবি দেখলে আপনি চমকে যাবেন।
-
সমুদ্রের ঢেউ, ফুরফুরে বাতাস আর ঝলমলে আকাশ। কে না চায়, আরব সাগরের তীরে এমন সুন্দর পরিবেশে স্বপ্নের বাড়ি করতে! শাহরুখের মান্নাত এত দিন আলোচনার বিষয়। কিন্তু জানেন কি, শিল্পা শেটি এবং তার স্বামী রাজ কুন্দ্রাও আরব সাগরের তীরে তাদের স্বপ্নের বাড়ি বানিয়েছেন?
-
সমুদ্রের পাড়ে বলে বাড়ির নাম রাখা হয়েছে ‘কিনারা’। বাড়ির বাইরেটা যতটা সুন্দর, ভিতরটাও তাকে পাল্লা দিতে প্রস্তুত।
-
মুম্বাইয়ের জুহুতে ‘হরে রাম হরে কৃষ্ণ’ মন্দিরের ঠিক পাশেই ওঁদের বাড়ি। ঐতিহ্য এবং আধুনিকতা মিলেমিশে একাকার ‘কিনারা’য়। বাড়ির অন্দরসজ্জার পুরোটাই শিল্পা নিজের হাতে করেছেন। দেশ-বিদেশ থেকে পছন্দমতো এক একটা ঘরসজ্জার জিনিস এনেছেন নিজে পছন্দ করে।
-
ফেং শুই এবং বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজানো হয়েছে। ড্রয়িং থেকে শুরু করে বেড রুম, সব ক্ষেত্রেই মাথায় রাখা হয়েছে ফেং শুই এবং বাস্তুশাস্ত্রকে।
-
প্রাণীর চামড়ার মতো পোশাক খুব পছন্দ করেন শিল্পা। তার ড্রয়িং রুমেও সে কারণে তিনি প্রাণী চামড়ার ছাপ রেখেছেন। বিশালাকার এই ঘরটি ড্রয়িং রুম। অন্য নামী-দামি আসবাবের সঙ্গে জেব্রার ছাপযুক্ত একটি টেবিল ক্লথও রেখেছেন তিনি।
-
এই দরজাটাই শিল্পার স্বপ্নের বাড়ির প্রবেশদ্বার। দরজা ঠেলে ভিতরে ঢুকলেই আলাদা অনুভূতি তৈরি হবে মনে। সিলিংয়ের কারুকার্য, তার আলো, মানানসই ঝাড়বাতি, তার সঙ্গে মানানসই দেয়ালের নকশা, সব কিছুতেই সৌন্দর্য ঠিকরে পড়ে।
-
এটা বসার ঘর। ঘিয়ে রঙের স্ন্দুর সোফা সেট রয়েছে। সূর্যের আলো আসার জন্য রয়েছে বড় একটা কাচের জানলা।
-
বসার ঘর থেকে শোয়ার ঘরের দিকে যেতে হলে এই প্যাসেজই ধরতে হবে। সারা বাড়িতেই খুব হালকা রং করেছেন শিল্পা। প্যাসেজের দেয়ালের একটা অংশ জুড়ে রয়েছে দেয়াল আলমারি। সেই আলমারি দেশ-বিদেশ থেকে সংগ্রহ করা শো-পিস দিয়ে সাজানো।
-
শিল্পা-রাজের বেডরুম। আকারে অনেকটাই বড়। তিব্বতি দরজা লাগানো হয়েছে এই ঘরে। অন্দরসজ্জায় এটি আলাদা মাত্রা যোগ করেছে। ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাই সাদা পর্দা লাগানো রয়েছে। সকাল সকাল সূর্যের আলোয় ঘুম ভাঙার জন্য রয়েছে দেয়াল জুড়ে কাচের জানলা।
-
পরিবারের সদস্য সংখ্যা মাত্র তিনজন। কিন্তু অতিথিদের কথা মাথায় রেখে ডাইনিং রুম সাজানো হয়েছে। সেখানে রয়েছে বিশালাকার একটি টেবিল।
-
আরামদায়ক সোফা আর ছোট একটা টেবিল। এই ঘরেই পরিবারের সকলে একসঙ্গে বসে টিভি দেখেন। আড্ডা মারেন। তাই এর নাম ‘ফ্যামিলি রুম’।
-
বালাজির ভক্ত শিল্পা। সে কথা মাথায় রেখে ঘরের একটা অংশে মন্দির করেছেন তিনি। শিল্পা শেঠি গণেশেরও ভক্ত। তাই অন্দরসজ্জায় বিভিন্ন ধরনের গণেশ মূর্তি ব্যবহার করা হয়েছে।
-
বাড়িতে একটা ব্যক্তিগত বারও রয়েছে। শিল্পা এবং রাজ দু’জনেই ক্রিকেটের ভক্ত। তাই বাড়ির এই অংশটা জনপ্রিয় ক্রিকেটারদের সই করা ব্যাট দিয়ে সাজিয়েছেন তারা।
-
সমু্দ্রেরর একেবারে তীরে রয়েছে তাদের স্বপ্নের বাড়ি। বাড়ির বাইরে এবং ভিতর- সব জায়গা থেকেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায়। সে কারণে পুরো বাড়িতেই বড় বড় কাচের জানলা রেখেছেন শিল্পা।