মদের নেশা যে নায়ক-নায়িকাদের ক্যারিয়ার শেষ করে দিয়েছিল
মাদেকর ছোবল সব দেশের শোবিজ অঙ্গনেই রয়েছে। অনেক নায়িকা-নায়িকা মদের নেশায় পড়ে ক্যারিয়ারের সর্বনাশ করেছেন। এবার দেখুন বলিউডের যে নায়ক-নায়িকা মদের ছোবলে পড়ে ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন।
-
সঞ্জয় দত্ত: মুন্না ভাইকে ড্রাগ এবং অ্যালকোহলের নেশার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। ক্যারিয়ারে প্রচুর ক্ষতি তো হয়েইছে, পাশাপাশি তার প্রেমিকা টিনা মুনিমও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এই নেশার জন্য।
-
ধর্মেন্দ্র: ১৫ বছর ধরে মদের নেশায় বুঁদ ধর্মেন্দ্র। তার ছবি ‘ইমলা পাগলা দিওয়ানা’ মুক্তি পাওয়ার সময় তিনি নিজে মুখে স্বীকারও করেন যে, তার ক্যারিয়ার অ্যালকোহলের জন্য শেষ হয়ে গিয়েছিল।
-
পারভীন ববি: একসময়ের ভীষণ গর্জিয়াস এই নায়িকার জীবন কিন্তু খুবই হতাশার। মহেশ ভট্টের সঙ্গে তার বিচ্ছেদের পর তিনি এলএসডিতে আসক্ত হয়ে পড়েন। তার পাশাপাশি চলত বাঁধনহীন অ্যালকোহল সেবন। এই অভ্যাস শুধু তার ক্যারিয়ারই শেষ করে দেয়নি, জীবনটাও শেষ করে দিয়েছিল।
-
ইও ইও হানি সিংহ: র্যাপার-গায়ক হানি সিংহও অ্যালকোহল এবং ড্রাগের নেশায় বুঁদ হয়ে গিয়েছিলেন এক সময়। এই নেশা তাকে এতটাই কাবু করে ফেলেছিল যে, রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে থাকতে হয়েছিল চিকিৎসার জন্য।
-
মনীশা কৈরালা: মনীশা কৈরালা তখন তার ক্যারিয়ারের শীর্ষে, সে সময়ই তিনি অ্যালকোহলে নেশাগ্রস্ত হয়ে পড়েন। মনে করা হয়, তার স্বামী সম্রাট দাহালের সঙ্গে তার সম্পর্কের অবনতিই এই নেশার কারণ। ডিভোর্সের পর তার ডিম্বাশয়ে ক্যানসার হয়। চিকিৎসা করিয়ে এই মারণরোগের সঙ্গে তিনি যুদ্ধ করে চলেছেন এখন।
-
মীনা কুমারী: বলিউডের ট্রাজেডি কুইন। এই নামেই তিনি জনপ্রিয় ছিলেন। সাহেব বিবি গোলাম ফিল্মে অ্যালকোহলিক স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় ভীষণ প্রশংসিত হয়েছিল। পরে বাস্তবেও তিনি অ্যালকোহলের নেশায় ডুবে যান। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে তার মৃত্যু হয়।
-
রাজেশ খান্না: দীর্ঘ সময় তিনি ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। তার ১৫টা ফিল্ম পর পর সুপার হিট হয়েছিল। কিন্তু এই স্টারডম সামলাতে পারেননি তিনি। নেশাগ্রস্ত হয়ে যান। সারাদিনই অ্যালকোহল তার সঙ্গী ছিল। লিভার খারাপ হয়ে যায়।
-
ফারদিন খান: বলিউড তাকে প্রায় ভুলতেই বসেছে। তিনি একসময় ড্রাগের নেশায় বুঁদ ছিলেন। কোকেইন কিনতে গিয়ে গ্রেফতারও হয়েছিলেন।
-
দিব্যা ভারতী: মাত্র ১৯ বছর বয়স থেকেই অ্যালকোহলের নেশা চেপে ধরে তাকে। এই নেশা শুধু তার ক্যারিয়ারও ধ্বংস করে দেয়নি, সাত তলা থেকে তিনি পড়ে গিয়ে মারা যান। পরে ময়নাতদন্তে জানা গিয়েছিল, ওই সময় অত্যধিক অ্যালকোহল সেবন করেছিলেন তিনি।
-
বিজয় রাজ: না জেনে কাকের মাংসের বিরিয়ানি খেয়ে ফেলেছিলেন। কথা বলতে গেলেই ‘কা কা’ শব্দ বেরচ্ছিল মুখ থেকে। রান-এর সেই কৌয়া বিরিয়ানি অভিনেতা বিজয় রাজ ২০০৫ সালে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার সঙ্গে বেআইনি ড্রাগ ছিল। ড্রাগের নেশার ছাপ পড়ে তার ক্যারিয়ারেও।