বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন মৌনি
ভারতীয় মডেল অভিনেত্রী মৌনি রায়। দর্শকের সামনে তিনি নিজেকে আবেদনময়ী উপস্থাপনার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন। দেখুন তার আবেদনময়ী ছবি।
-
মৌনী রায় জন্মগ্রহণ করেন ২৮ শে সেপ্টেম্বর ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গের কোচ বিহারের একটি বাঙালি পরিবারে।
-
তার পিতামহ, শেখর চন্দ্র রায় একজন সুপরিচিত জাতীয় থিয়েটার শিল্পী ছিলেন।
-
টেলিভিশনে অভিনয় দিয়ে তার শোবিজের যাত্রা শুরু হয়।
-
তার মা মুক্তি থিয়েটার শিল্পী হলেও তার বাবা অনিল রায় কোচবিহার জেলা পরিষদের অফিসের সুপারিনটেনডেন্ট।
-
কোচবিহারের বাবুরহাটে কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারমিডিয়েড পড়াশোনা করেছেন।
-
তিনি তার বাবা-মায়ের আস্থা নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগে ভর্তি হন, কিন্তু কোর্সের মাঝে তা ছেড়ে দিয়ে চলে যান এবং মুম্বাইতে গিয়ে তার ভাগ্য চলচ্চিত্রে দেখার চেষ্টা করেন।
-
মৌনি কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে নাটক কিউকী সাস ভি কাভি বাহু থি, এর সাথে। এতে কৃষ্ণতুল্লির ভূমিকায় অভিনয় করেছিলেন পুলকিত সম্রাট।