নিলামে শ্রীদেবীর শাড়ির দাম উঠেছে লক্ষাধিক টাকা
গত বছরের ঠিক এই দিনেই মৃত্যুবরণ করেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে কাপুর পরিবার। আর তা হচ্ছে শ্রীদেবীর শাড়ি নিলামে তোলা।
-
শ্রীদেবীকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করতেই তার শাড়ি নিলামে তোলার আয়োজন করা হয়েছে।
-
বনি কাপুর ও তার মেয়েরা শ্রীদেবীর এই শাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
-
শ্রীদেবীর অত্যন্ত পছন্দের এই কোটা শাড়িটি, ভারতের রাজস্থানের গ্রামের শিল্পীদের হাতে বোনা।
-
শাড়িটি বিক্রি করে সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের দেওয়া হবে।
-
শ্রীদেবী বরাবরই তার আইকনিক শাড়ি ও স্টাইলের জন্য বিখ্যাত। বিভিন্ন শাড়িতে নানা সময় তাকে দেখা গিয়েছে।
-
শ্রীদেবীর পরনের এই নীল শাড়িটি ছিল নব্বইয়ের দশকের ফ্যাশনের অন্যতম একটি পোশাক।
-
শ্রী’র শাড়ি নিয়ে এত বেশি রকমের মাতামাতি ছিল অনুরাগীদের যে, তার শাড়ির অনুকরণে অসংখ্য সংস্থা শাড়ি তৈরি করেছে। অনলাইন স্টোরও রয়েছে নায়িকার শাড়ির নামে।
-
শ্রীদেবীর দুই মেয়েও মায়ের পছন্দের কয়েক’শ শাড়ি থেকে নিয়ে পরেন মাঝেমধ্যেই।
-
বনি কাপুর তাই শ্রী’র সবচেয়ে প্রিয় এই শাড়িটি নিলামের সিদ্ধান্ত নিয়েছিলেন। ৪০ হাজার টাকা থেকে দাম শুরু হয়েছে এই শাড়িটির।
-
একটি সুতির কোটার শাড়ির দাম উঠেছে এক লাখ ৪০ হাজার টাকা। তবে তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।