রজনীকান্তকে নিয়ে অবিশ্বাস্য কৌতূক
ভারতীয় শক্তিমান অভিনেতা রজনীকান্তকে নিয়ে প্রচলিত কৌতূক নিয়ে এই অ্যালবাম।
-
ভারতীয় শক্তিমান অভিনেতা রজনীকান্তকে নিয়ে অবিশ্বাস্য প্রচলিত কিছু কৌতূক রয়েছে। এ কৌতূকগুলো তার ভক্তদের মুখে মুখে শোনা যায়। বলা হয়ে থাকে ‘অ্যাপল’-এর লোগোর আপেলের কামড়টা দিয়েছিলেন রজনীকান্ত।
-
রজনীকান্ত সরাসরি পানি পান করেন না। তিনি বাতাস থেকে খানিকটা হাইড্রোজেন আর খানিকটা অক্সিজেন খাবলা মেরে তুলে নেন। তার পরে এসব মিশিয়ে পানি তৈরি করে পান করেন।
-
রজনীকান্ত উড়তে পারেন না। তবে তিনি লাফিয়ে শূন্যে উঠতে পারেন। আর কখন নীচে নামবেন, সেটাও তিনি নির্ধারণ করতে পারেন।
-
রজনীকান্তের আত্মজীবনীর নাম ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’। আর তার শৈশবের স্মৃতিকথার নাম ‘উইকিপিডিয়া’।
-
কলা চটকে অরেঞ্জ জুস বের করতে পারেন রজনীকান্ত। এই কৌতূক শুনলে হাসার পরিবর্তে অবশ্য বিস্ময় প্রকাশ করতে হয়।
-
দুইটি আইস কিউব ঘষে আগুন জ্বালাতে পারেন কেবল রজনীকান্ত। এছাড়া আরও মজার কৌতূক হচ্ছে, রজনীকান্ত কুকুরকে ‘ম্যাও’ বলাতে পারেন।
-
রজনীকান্ত যখন সূর্যের দিকে কটমট করে তাকান, সূর্য চাঁদের পিছনে লুকিয়ে যায়। এই ঘটনাকেই ‘সূর্যগ্রহণ’ বলা হয়ে থাকে!