সালমান খানের ৫৩তম জন্মদিনে জেনে নিন তার সম্পর্কে ১০ অজানা কথা
বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খানের ৫৩তম জন্মদিন আজ। এবার জেনে নিন তার সম্পর্কে অজানা ১০টি তথ্য।
-
তার পুরো নাম আবদুল রশিদ সলিম সালমান খান।
-
আফগানিস্তানের আলাকোজাই পাঠান উপজাতি ভারতে আসে ১৮০০ শতকের মাঝামাঝি। ইনদৌরের হোলকারদের কর্মচারী ছিলেন এই পাঠানরা। পিতৃসূত্রে সালমান সেই পাঠান রক্তই বহন করছেন।
-
সালমান খানের মা, সালমা খানের আসল নাম সুশীলা চরক।
-
সালমান খানের প্রথম হিট ছবি ছিল ‘ম্যায়নে প্যার কিয়া’ (১৯৮৯)। কিন্তু, তিনি ডেব্যু করেন ১৯৮৮ সালের ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে, সাপোর্টিং অ্যাক্টর হিসেবে।
-
‘ম্যায়নে প্যার কিয়া’ ছিল সালমান খানের দ্বিতীয় ছবি, যা ইংরেজি (‘হোয়েন লাভ কলস’), স্প্যানিশ (‘তে আমো’), তেলুগু (‘প্রেমা পাভারালু’), তামিল (‘কাধাল ওরু কভিথাই’) ও মালয়লামে (‘ইনা প্রাভুকাল’) ডাব করা হয়।
-
এ যাবৎ তার অভিনীত প্রায় ১৫টি ছবিতে সালমান খানের চরিত্রের নাম হয় ‘প্রেম’। এই যাত্রা শুরু হয় ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবি দিয়ে।
-
সালমান খানের সঙ্গে সব থেকে বেশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। তাদের আসন্ন ছবির নাম ‘ভরত’।
-
সোনাক্ষী সিংহ, ডেজি শাহ, আয়ুষ শর্মা, সুরজ পাঞ্চোলী, জারিন খান, স্নেহা উল্লাল ও ভূমিকা চাওলাকে লঞ্চ করেছেন সামলান খান। আগামী দিনে আরও তিনজনকে লঞ্চ করবেন বলে জানা গিয়েছে- প্রাণুতন বেহেল, জাকির ইকবাল ও অশ্বামী মঞ্জরেকর।
-
‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে এক ধরনের স্নানুয় সমস্যায় ভুক্তোভোগী সালমান খান।
-
পানভেলে যে ফার্মহাউস রয়েছে সালমান খানের, সেখানে ৩টি বাংলো ছাড়াও রয়েছে সুইমিং পুল ও জিমন্যাসিয়াম।