খুনের ঘটনায় আটক হয়েছেন ছোটপর্দার যে সুন্দরী নায়িকা
ভারতীয় টেলিভিশনে সংস্কারী বধূর চরিত্রে দেখা যায় দেবলীনা ভট্টাচার্যকে। হিন্দি টেলিভিশনের অত্যন্দ জনপ্রিয় এই অভিনেত্রীরই নাম জড়াল এক ডায়মন্ড ব্যবসায়ী খুনের ঘটনায়।
-
খুনের ঘটনায় নাম জড়ানোয় দেবলীনা ভট্টাচার্যের ভক্তরা মানসিকভাবে আহত হয়েছেন।
-
দেবলীনা ভট্টাচার্য জনপ্রিয় টেলিভিশন শো ‘সাথ নিভানা সাথিয়া’-র জন্য বিখ্যাত। এর আগে এই খুনের তদন্তে জেরাও করা হয়েছিল। মুম্বাইয়ের পান্থনগর থানার পুলিশ আটক করেছে তাকে।
-
তাকে অনেকে চেনেন ‘গোপী বহু’ নামেও। অভিনয় ছাড়া গানও করেন এই অভিনেত্রী। রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণও।
-
ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছাড়িয়েছে কয়েক লাখ। প্রফেশনাল স্কুবা ডাইভার হিসাবেও নিজের পরিচয় দেন দেবলীনা।
-
আসামের শিবসাগরে জন্ম নিয়েছেন এই অভিনেত্রীর। স্কুল ও কলেজে পড়া সেখানেই। এখন তার বয়স তেত্রিশ বছর। বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন। ছোট থেকেই ভরতনাট্যমে প্রশিক্ষণ রয়েছে তার। চেন্নাইয়ের কলাক্ষেত্রমের ছাত্রী তিনি।
-
দেবলীনা ভট্টাচার্য আসামে থাকার সময় থেকেই তিনি থিয়েটারে অভিনয় করতেন। তাও ষষ্ঠ শ্রেণি থেকেই।
-
দিল্লির ফ্যাশন স্কুল থেকে জুয়েলারি ডিজাইন নিয়েও পড়াশোনা করেছেন দেবলীনা ভট্টাচার্য।
-
অভিনেতা বিশাল সিংহের সঙ্গে নাম জড়িয়েছিল তার। তবে এখনও বিয়ে করেননি দেবলীনা ভট্টাচার্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মেধাবী কোনো পুরুষকেই জীবন সঙ্গী হিসাবে পছন্দ তার।
-
‘সাওয়ারে সবকে স্বপ্নে প্রীত’ সিরিয়ালের মাধ্যমে প্রবেশ টিনসেল টাউনে।
-
ডান্স ইন্ডিয়া ডান্স, বিগ বসের মতো রিয়্যালিটি শোয়েও অংশগ্রহণ করেছেন দেবলীনা।
-
অভিনেত্রী বলেন, তার পায়ের তলায় সর্ষে। পাহাড় হোক বা সমুদ্র, বেড়াতেই নাকি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। উত্তর-পূর্ব ভারত কিংবা কাশ্মীরের প্রত্যন্ত এলাকা সর্বত্রই তিনি ঘুরে বেড়িয়েছেন।