ছবিতে দেখুন কেমন ছিল প্রিয়াঙ্কা-নিকের রূপকথার বিয়ের আয়োজন!
অপেক্ষার অবসান হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের ছবি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করেন নব দম্পতি।
-
শনিবার জোধপুরের উমেদ ভবনে প্রথম খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। তাতে পাদরির ভূমিকা পালন করেন নিকের বাবা পল কেভিন জোনাস। আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সামনে সেখানে একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন দু’জনে।
-
ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।’ নিক লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’
-
প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া প্রয়াত হয়েছেন। তাই মা মধু চোপড়াই মেয়েকে নিকের হাতে তুলে দেন। খ্রিস্টান বিয়েতে মেয়ের মতো তিনিও পশ্চিমী পোশাকই বেছে নেন।
-
শ্বেত-শুভ্র সাদা গাউনে প্রিয়াঙ্কা একাই অবশ্য উমেদ ভবন থেকে বেরিয়ে আসেন। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমে এলে তার হাত ধরেন মা মধু চোপড়া। তারপর সবুজ ঘাসের উপর দিয়ে বিবাহস্থলের দিকে এগিয়ে যান তারা।
-
বিয়েতে প্রিয়াঙ্কা ও নিক দু’জনেই মার্কিন ডিজাইনার রাল্ফ লরেনের তৈরি পোশাক পরেছিলেন। এর আগে ওই সংস্থার পোশাকে রেড কার্পেটে ধরা দিয়েছেন বহু তারকাই। তবে এই প্রথম কোনো তারকার বিয়েতে পোশাক তৈরি করলেন তারা।
-
সাদা রঙের লেস বসানো, ফুলহাতা গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা। তার পিছনে শিফনের সাদা ভেইল বসানো ছিল। কিন্তু সেটা এতটাই লম্বা ছিল যে সামলাতে হাত লাগাতে হয় জনা কয়েক লোকজনকে।
-
প্রিয়াঙ্কার বিয়ে উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই সেজে উঠতে শুরু করেছিল উমেদ ভবন। খ্রিস্টান মতে বিয়ের দিনও বিশেষভাবে সাজানো হয়েছিল গোটা প্রাসাদ। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিবাহস্থল। অতিথিদের বসার চেয়ারেও সাদা ফুল বাঁধা ছিল।
-
প্রিয়াঙ্কার খুড়তুতো বোন, অভিনেত্রী পরিণীতি ও মান্নারা চোপড়াও হাজির ছিলেন বিয়েতে। ছিলেন নিকের পরিবারের সব সদস্য এমনকি তার হবু বৌদিও। সকলের সামনে ঠোটে ঠোট রেখে পোজও দেন দু’জনে।
-
রবিবার ওই উমেদ ভবনেই হিন্দু মতে বিয়ের আয়োজন হয়। ডিজাইনার সব্যসাচীর তৈরি লাল টুকটুকে লেহেঙ্গা-চোলিতে মণ্ডপে আসেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল সোনালি রঙের শেরওয়ানি।