যে কারণে বিয়ের বিমা করেছেন দীপকা ও রণবীর
গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপিকা পাড়–কোন ও রণবীর সিং। তাদের বিয়েতেই প্রথম বার শোনা গেল বিয়ের বিমা করানোর কথা। খুব সম্ভবত বলিউডের প্রথম জুটি দীপবীর, যারা বিয়ের বিমা করালেন। কিন্তু এই বিয়ের বিমা কী কারণে করেছেন তা জেনে নিন।
-
বিমা সংস্থা ওরিয়েন্টাল ইনশিওর্যান্স কোম্পানির থেকে বিমা করিয়েছেন দীপিকা-রণবীর। ভারতের মহারাষ্ট্রের বালাড এস্টেট অফিস থেকে ‘অল রিস্ক পলিসি’ নথিভুক্ত হয়েছে তাদের এবং ইতালির লেক কোমোর বিয়ের দু’টি জায়গার ক্ষেত্রেও।
-
প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড ঘটলে টাকা ফেরত পাওয়া যাবে।
-
চুরি, ছিনতাই, ডাকাতি হলেও টাকা ফেরত পাওয়া যাবে।
-
দুর্ঘটনা বা মৃত্যুর কারণে বর বা কনের কেউ অনুপস্থিত থাকলে সেই কারণেও মিলবে টাকা।
-
মিলবে কার্ড ছাপানোর খরচ, ক্যাটারার বা বিয়ের হল বুকিং বাবদ অগ্রিম যে টাকা দেওয়া হয়েছে, বিয়ে বাড়ি সাজানোর জন্য অগ্রিম, বিয়ে সংক্রান্ত কারণে হোটেল বুক করা থাকলে কিংবা টিকিট কাটা থাকলে সেগুলিও পড়ছে এই বিমার আওতায়।
-
হবু বর বা কনে দুর্ঘটনাজনিত কারো মৃত্যু হলে রক্তের সম্পর্কের যে আত্মীয়ের কথা বিমায় উল্লেখ থাকবে, তিনি ক্ষতিপূরণ পাবেন।
-
মৃত্যু হয়নি কিন্তু কোনো দুর্ঘটনায় কেউ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে তিনি এই বিমার সুযোগ পাবেন। তবে তার নাম বিমায় উল্লেখ থাকতে হবে।
-
বিয়ে বাড়িতে কোনো রকম দুর্ঘটনা বা মৃত্যু হলে কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে কোনো অঘটন ঘটলে তাও এই বিমার আওতায় থাকবে।
-
ভারতের বন্ধ কিংবা এই জাতীয় কোনো কারণে বিয়ে পিছিয়ে গেলে মিলবে না ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মিলবে না পাত্র বা পাত্রী আত্মহত্যার চেষ্টা করলেও।
-
বিমার আওতায় থাকা ব্যক্তি অপহৃত হলে এবং সেই কারণে বিয়ে বন্ধ হলে বা অন্যরকম ক্ষতি হলে, বিমার আওতায় থাকা ব্যক্তি বা তার পরিচিত কেউ সম্পত্তির ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে ক্ষতিপূরণ মিলবে না। যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতিতে মৃত্যু কিংবা জখম হলে ক্ষতিপূরণ মিলবে না।