বিশাল ব্যয়বহুল যে প্রাসাদে বসে বলিউড তারকা প্রিয়াঙ্কার বিয়ে হবে
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের কথা মিডিয়াতে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। এবার দেখে নিন বিশাল ব্যয়বহুল যে রাজকীয় প্রাসাদে বসে প্রিয়াঙ্কার বিয়ে অনুষ্ঠিত হবে।
-
শোনা যাচ্ছে আগামী মাসের ১ তারিখ আমেরিকার সংগীত তারকা নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন যোধপুরের উমেদ ভবন। এই ভবন রাজপ্রসাদের মতো ব্যয়বহুল।
-
বিলাসবহুল এই প্রাসাদের ভাড়া দৈনিক ৪৩ লাখ টাকা। প্রায় বিশ বছরের শ্রমের পরে ১৯৪৩ সালে প্রাসাদটি তৈরি হয়।
-
শোনা যাচ্ছে মোট তিন দিনের জন্য প্রাসাদটি ভাড়া নিচ্ছেন প্রিয়ঙ্কা। প্রাসাদটিতে মোট ৩৭৪টি ঘর আছে।
-
এই বলরুমেই জমবে প্রিয়াঙ্কা-নিকের সান্ধ্যবাসর। মোট ২০০ জনকে আমন্ত্রণ করেছেন প্রিয়াঙ্কা।
-
উমেদ ভবন তৈরি করেছিলেন মহারাজা উমেদ সিংহ।
-
২০০৫ সালে পাঁচতারা হোটেল তাজ এই প্রাসাদটিকে কিনে নেয়। সৌন্দর্যের বিচারে এশিয়ার মধ্যে দ্বিতীয় এই হোটেলটি।
-
তবে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান উমেদ ভবন প্যালেসে হলেও তার সঙ্গীত ও মেহেদি হবে মেহেরানগড় দূর্গে।
-
উমেদ ভবনের ভেতরের অংশ।