বলিউড অভিনেতা শাহরুখ খান সম্পর্কে ১১টি অজানা তথ্য
বলিউড বাদশাহ শাহরুখ খান আজ ৫৩ পেরোলেন। দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া থেকে চলতি বছরের শেষে তার অভিনীত জিরো ছবিটি মুক্তি পাচ্ছে। বাদশা সম্পর্কে অনেক কিছু জানেন তার ভক্তরা। তার জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে, যেমন চাঁদের মাটিতে নাকি তার নামে জমিও রয়েছে। এরকমই কিছু তথ্য জেনে নেওয়া যাক এবার।
-
শাহরুখ খানকে সংক্ষেপে বলা হয় ‘এসআরকে’। লস অ্যাঞ্জেলসে এসআরকে-র এক জন জাবরা ফ্যান রয়েছেন। শাহরুখ যা করেন, প্রায় সব কিছুরই একটা মূর্তি বানান তিনি। পোস্টও করেন টুইটারে। যেমন জিরোর পোস্টারের এই প্রতিরূপ বানিয়ে ফেলেছেন।
-
১৯৯৮ সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ। কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন সালমানকে। বলেন, এ পুরস্কার সালমানের প্রাপ্য। সালমান আরো ভালো অভিনেতা। সালমানকেই কৃতজ্ঞতা সংক্রান্ত বক্তব্য পেশ করতে বলেন।
-
এসআরকে-র ৫৫৫ নম্বর নিয়ে এক ধরনের পাগলামিই রয়েছে বলা চলে। সব গাড়ির নম্বর, ফোন নম্বর, এমনকি তার নিরাপত্তারক্ষীদের অনেকের ফোন নম্বরেও ৫৫৫ রয়েছে।
-
শাহরুখ তার অভিনয়ের পারদর্শিতার জন্য, বিশ্বের সব সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছেন।
-
মালয়েশিয়া থেকে পেয়েছেন নাইটহুড সম্মান।
-
হলিউডের টম ক্রুজ বা জনি ডেপের থেকেও বেশি ধনী শাহরুখ খান, বলছে সমীক্ষা।
-
শামাক দাভারের ট্রুপ থেকে শহিদ কাপুরকে বেছে নিয়েছিলেন এসআরকে। নিয়ে এসেছিলেন অভিনয়ে।
-
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের চিত্রনাট্য পড়েননি শাহরুখ! না পড়েই, মত দিয়েছিলেন অভিনয়ে। আসলে আদিত্য চোপড়ার ছবির প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
-
শাহরুখ খানের প্রতি জন্মদিনে তার এক অস্ট্রেলীয় অনুরাগী লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে তার জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। চাঁদের ‘দ্য সি অব ট্রাঙ্কুইলিটি’-ই নাকি সবচেয়ে ভালো এলাকা হতে পারে পরবর্তীতে। আর সেখানেই জমি রয়েছে শাহরুখের।
-
এসআরকে একেবারেই আইসক্রিম খেতে পছন্দ করেন না। কোনো কোনো ফ্যানের এ কথা শুনে মন খারাপ হতে পারে!
-
শাহরুখ খান ও গৌরীর প্রেম নিয়ে বলিউডে চর্চা রয়েইছে। শাহরুখ সব সময় ডান হাতে তার ওয়েডিং রিং পরে থাকেন।