সামনে দীপিকা-রণবীরের বিয়ে হলেও যেসব বিষয়ে তাদের মধ্যে তীব্র অমিল!
দীপিকা-রণবীরের সামনেই বিয়ে। আয়োজনও প্রায় শেষ হয়েছে। কিন্তু এখনও বেশ কিছু বিষয়ে তাদের তীব্র ‘অমিল’ রয়েছে। সেগুলো কী, বাস্তবে নাকি পর্দায় তা জেনে নেওয়া যাক।
-
আসলে দু’জনেই বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এই ব্র্যান্ডগুলো পরস্পরের প্রবল প্রতিদ্বন্ধী। যেমন বেড়াতে যাওয়ার ক্ষেত্রে রণবীর বলছেন, ‘মেক মাই ট্রিপ’-এর মাধ্যমে যেতে। আর দীপিকা প্রচার করছেন ‘গো আইবিবো’-র হয়ে।
-
রণবীর সিং বিজ্ঞাপন করছেন, চায়না বেসড স্মার্টফোন ভিভোর হয়ে, আর দীপিকা কাজ করেছেন ওপ্পোর বিজ্ঞাপনে। এই দু’টি ব্র্যান্ড পরস্পরের মারাত্মক প্রতিদ্বন্ধী।
-
রণবীর যখন ই-কমার্স সাইট ক্লাব ফ্যাক্টরির হয়ে বিজ্ঞাপন করছেন, তখন দীপিকা বলছেন ফ্লিপকার্ট ব্যবহারের কথা।
-
রণবীর বলছেন ‘অ্যাডিডাস’ ব্যবহার করতে, আর দীপিকা বলছেন ‘নাইকি’। দু’টি ব্র্যান্ডের মধ্যে বিশ্ব বাজারে মারাত্মক প্রতিযোগিতা রয়েছে।
-
রণবীর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এ দিকে, দীপিকা বিজ্ঞাপনে বলছেন অ্যাক্সিস ব্যাংকের গ্রাহক হতে।
-
হেড অ্যান্ড শোল্ডার্সের হয়ে বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন রণবীর, আর দীপিকা বিজ্ঞাপনে বলছেন ল’রিয়েল ব্যবহার করার কথা।