বলিউড তারকাদের অদ্ভুত কিছু শখ
প্রত্যেক মানুষেরই কিছু অদ্ভুত শখ থাকে। এদিক থেকে পিছিয়ে নেই বলিউ তারকারাও। কারও সাবান জমানোর শখ তো কেউ আবার সাপ ভালোবাসেন! বলিউড তারকাদের এমন নানা অদ্ভুত শখ সম্পর্কে জেনে নিন।
-
সালমান খান : সাবান জমানোর শখ রয়েছে তার। দেশ-বিদেশের নানা রকম সাবান রয়েছে সালমানের সংগ্রহে। ফল এবং শাক-সবজির রস থেকে তৈরি সাবান তার সবচেয়ে প্রিয়।
-
সুস্মিতা সেন : সুস্মিতার শখ আবার ‘ভয়ঙ্কর সুন্দর’। সাপের প্রতি তার যথেষ্ট প্রীতি রয়েছে।
-
শাহরুখ খান : কিং খান খাওয়ার সময় সেলফি তোলা মোটেও পছন্দ করেন না। তার অপছন্দের খাদ্য তালিকায় রয়েছে আইসক্রিম। তবে নানা রকম গ্যাজেট আর ভিডিয়ো গেমের প্রতি ‘আসক্ত’।
-
অমিতাভ বচ্চন : অভিষেক-ঐশ্বর্য বিদেশে গেলে বিগ বি দু’হাতে ঘড়ি পরেন। একটাতে ভারতের সময়, অভিষেক-ঐশ্বর্য যে দেশে যান সেই দেশের সময় সেট করা থাকে অন্যটাতে। নেটওয়ার্ক ঝামেলা এড়াতে অনেক ফোন ব্যবহার করেন তিনি।
-
বিদ্যা বালান : শাড়ির প্রতি তার যথেষ্ট প্রেম। আলমারিতে কয়েকশো শাড়ি তার সংগ্রহে রয়েছে। পোশাকে সব সময় ভিন্টেজ লুক রাখতেই পছন্দ করেন। সঙ্গে মোবাইল ফোন রাখা একদম অপছন্দ নায়িকার।
-
আমির খান : মিস্টার পারফেকশনিস্ট স্নান করতে নাকি মোটেও পছন্দ করেন না!
-
রেখা : কাঞ্জিভরম শাড়ি রেখার খুব প্রিয়। যে কোনো অনুষ্ঠানে কাঞ্জিভরম শাড়ি সঙ্গে চকোলেট ও লাল রঙের লিপস্টিকে তাকে দেখা যায়।
-
সানি লিওন : প্রতি ১৫ মিনিট পা ধোয়া তার একটা স্বভাব। পা ধোয়ার জন্য শুটিংয়ে দেরি হলেও তিনি নাকি পরোয়া করেন না!
-
শহিদ কাপুর : কফি পেলে তিনি যেন আর কিছু চান না। দিনে দশ কাপ কফি খান শহিদ কাপুর।