আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য সংগীত জীবন
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। তিনি এক বর্ণাঢ্য সংগীত জীবনের অধিকারী ছিলেন।
-
আইয়ুব বাচ্চু মঞ্চে গান গাইতে উঠলে সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলতেন।
-
তার বর্ণাঢ্য সংগীত জীবনে ‘রক্তগোলাপ’, ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি’, ‘দুটি মন’, ‘কাফেলা’, ‘রিমঝিম বৃষ্টি’, ‘বলিনি কখনো’ ও ‘জীবনের গল্প’ শিরোনামের একক অ্যালবাম শ্রোতাদের উপহার দিয়েছেন।
-
আইয়ুব বাচ্চুর ব্যান্ড অ্যালবামের মধ্যে রয়েছে-‘এলআরাবি’, ‘সুখ’, ‘তবুও’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফেরারী, ‘মন’, ‘স্বপ্ন’ ও ‘যুদ্ধ’।
-
অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি তিনি ‘লাল বাদশা’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘গুন্ডা নাম্বার ওয়ান’, ‘ব্যাচলের’, ‘চোরাবালি’ ইত্যাদি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন।
-
আইয়ুব বাচ্চু চলচ্চিত্রের গানে একটি ভিন্ন ধারা তৈরি করেছিলেন।
-
তাকে গিটারের যাদুকর বলা হতো।
-
পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গান পরিবেশন করে আইয়ুব বাচ্চু সংগীতপ্রেমীদের মন জয় করেছেন।