বলিউড অভিনেত্রীরা একটা আইটেম গানের জন্য কত টাকা নেন?
বর্তমানে ছবিতে আইটেম গানের নৃত্য আলাদা একটা মাত্রা এনে দেয়। তাই অনেক ছবিতে আইটেম গান ব্যবহার করা হয়। এবার জেনে নিন বলিউড অভিনেত্রীরা একটা আইটেম গানের জন্য কত টাকা নেন।
-
অভিনেত্রী ছাড়াও আইটেম কন্যা হিসেবে কারিনা কাপুরের বেশ সুনাম। কারিনা একটা আইটেম গানে নৃত্যের জন্য ৫ কোটি টাকা করে নেন।
-
অভিনয়ের জন্য নয়। বরং আইটেম গানের জন্য দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সানি লিওন। তিনি প্রতি আইটেম গানে নৃত্যের জন্য নেন ৩ কোটি টাকা।
-
বেলি ডান্স হোক বা নাচের অন্য কোনও ধরণ বলিউডে মল্লিকা শেরাওয়াতের বিকল্প পাওয়া দুষ্কর। ‘গুরু’ ছবিতে ‘মাইয়া মাইয়া’ গানে তার নাচের স্টেপগুলো যেন এখনও ভুলতে পারেনি দর্শক। একটা আইটেম গানের জন্য দেড় কোটি টাকা নেন মল্লিকা।
-
আইটেম গান দিয়েই বলিউডে পা রেখেছিলেন মালাইকা অরোরা খান। চলন্ত ট্রেনের উপরে সেই ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মালাইকার নাচ মন ছুঁয়েছিল দর্শকদের। বহুদিন পর আবার ‘পটাখা’ ছবিটিতে একটি আইটেম নম্বরে দেখা গিয়েছে মালাইকাকে। একটি আইটেম গানের জন্য ১ কোটি করে টাকা নেন মালাইকা।
-
আইটেম গানে বিপাশা বসুর নাচও ভুলতে পারেন না দর্শক। একটি আইটেম গানে নৃত্যের জন্য বিপাশা নেন ১ কোটি টাকা।
-
জ্যাকুলিন ফার্ণান্দেজ একটি আইটেম গানে নৃত্যে জন্য ৪০ লাখ টাকা নেন।
-
বলিউডের আইটেম নম্বরের দৌড়ে পিছিয়ে নেই সমীরা রেড্ডিও। সমীরা প্রায় ২০-২৫ লাখ টাকার মতো নেন একটি আইটেম গানে নৃত্যের জন্য।