বলিউডে আসছেন সুন্দরী শ্রিয়া
শ্রিয়া পিলগাঁওকরের বাবা এক সময়ে শুধু বলিউডেই নয়, মারাঠি ও ভোজপুরি ছবিও মাতিয়েছেন সমান দক্ষতায়। শ্রিয়াও বলিউডে নিয়মিত অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাবার দেখানো পথেই হাঁটতে চান তিনি।
-
অভিনেতা শচীন পিলগাঁওকরের একমাত্র কন্যা শ্রিয়া পিলগাঁওকর তার অভিনয় জীবন শুরু করেন মাত্র পাঁচ বছর বয়সে।
-
ছোট পর্দার এক জনপ্রিয় কমেডি সিরিয়াল ‘তু তু মেয় মেয়’-তে আত্মপ্রকাশ করেছিলেন শ্রিয়া। সিরিয়ালে অভিনয় করেছিলেন তার বাবা শচীন ও মা সুপ্রিয়া পিলগাঁওকরও।
-
ছোট পর্দার পরে শ্রিয়া পা রাখেন মঞ্চে। তার পরে আর ফিরে তাকাননি এই অভিনেত্রী।
-
শ্রিয়ার প্রথম মরাঠি ছবি ‘একুল্তি এক’। এ ছবিটি ২০১৩ নির্মাণ করা হয়। ছবিটির প্রযোজক ছিলেন তার বাবা। এবং ছবিতে অভিনয় করেন শচীন-সুপ্রিয়া দুজনেই।
-
‘একুল্তি এক’ ছবির জন্য মোট ছয়টি পুরস্কার জিতেছিলেন ‘মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে।
-
বলিউডে তার প্রথম ছবি ‘ফ্যান’। এটি নির্মাণ করা হয় ২০১৬ সালে। প্রসঙ্গত, ৭৫০ জনের অডিশন করা হয়েছিল ছবির এই চরিত্রটির জন্য।
-
‘ফ্যান’ ছবির শুটিং চলাকালীনই, শ্রিয়া ব্যস্ত ছিলেন ফরাসি ছবি ‘উন প্লাস উনে’র কাজ নিয়েও।
-
শুধু অভিনয়ই নয়, শ্রিয়া বেশ কয়েকটি শর্ট ফিলম পরিচালনা ও প্রযোজনার কাজও করেছেন।
-
মডেলিং ও বিজ্ঞাপন জগতেও বেশ পরিচিত নাম অভিনেত্রীর।
-
ছোটবেলায় শখ ছিল বড় হয়ে তিনি ভাষাবিদ হবেন। সেই মতো জাপানি ভাষাও শিখেছিলেন শ্রিয়া।