ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করা তারকারা
মরণঘাতি রোগ ক্যান্সারের সঙ্গেল লড়াই করে জয়ী হয়েছেন বেশ কয়েকজন শোবিজ তারকা। এদিকে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
-
সোনালি বেন্দ্রে : হাই-গ্রেড ক্যান্সার ধরা পড়েছে এই বলিউড তারকার। তিনি নিজেই সে কথা জানিয়ে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
-
ইরফান খান : বর্তমানে এই বলি তারকাও লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসার জন্য তিনি রয়েছেন লন্ডনে।
-
মনীষা কৈরালা : জীবনযুদ্ধে ক্যান্সারকে হারিয়ে তিনি আবারও ফিরে এসেছেন সিলভার স্ক্রিনে।
-
লিসা রে : এক সময়ের জনপ্রিয় মডেল, যিনি পরে অভিনয় জগতেও মাতিয়ে দিয়েছিলেন, ক্যান্সারকে বুড়ো আঙুল দেখিয়েছেন।
-
বারবারা মোরি : ‘কাইটস’ ছবিতে তাকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে। কিন্তু তার অনেক আগেই তিনি হার মানিয়েছিলেন ক্যান্সারকে।
-
অনুরাগ বসু : চিকিৎসকরা বলেছিলেন আর মাত্র দু’মাস। এক ধরনের ব্লাড ক্যান্সারের কবল থেকে ফিরে আসেন এই পরিচালক।
-
মুমতাজ : ২০০০ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে এই বর্ষীয়ান অভিনেত্রীর। কিন্তু, ৫৪ বছর বয়সেই তিনি ক্যান্সার-মুক্ত হয়ে যান।
-
যুবরাজ সিংহ : ২০১১ সালের ওয়ার্ল্ড কাপ জেতার পরেই দুঃসংবাদ দেন এই ক্রিকেট তারকা। ফুসফুসের ক্যান্সার ধরা পড়লেও, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।
-
অ্যাঞ্জেলিনা জোলি : হলিউডের এই তারকা যে ফাইটার তা বলাই বাহুল্য। ২০১৩ সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে তিনি অপরেশনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসেন।