বলিউড তারকারা স্টেজ পারফরমেন্সে কত টাকা পারিশ্রমিক নেন
বলিউড সুপারস্টার মানেই দর্শকদের উন্মাদনার শেষ নেই। রূপালি পর্দার বাইরে প্রিয় তারকার পারফরমেন্স দেখতে কে না চায়। আর মাত্র কয়েক মিনিটের পারফরমেন্সের জন্য এই তারকারা কত পারিশ্রমিক নেন জানলে অবাক হবেন।
-
হৃতিক রোশন : ২০১৮ সালে বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকাতেও প্রথম স্থানে তিনি। এই তারকার স্টেজ পারফরমেন্সের পারিশ্রমিক যে একটু বেশিই হবে তাতে আর আশ্চর্যের কি আছে। এক একটা পারফরম্যান্সের জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন হৃতিক।
-
দীপিকা পাড়ুকোন : বলিউডে এখন তারই রাজত্ব। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যেও প্রথম সারিতে তিনি। দীপিকার লাইভ পারফরম্যান্স মানেই মাথার ঘাম পায়ে ফলতে হয় আয়োজকদের। মাত্র চার মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য দীপিকার পারিশ্রমিক প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।
-
ক্যাটরিনা কাইফ : ‘চিকনি চামেলি’ হোক বা ‘কালা চশমা’ ক্যাটের স্টেজ পারফরম্যান্স দেখতে হলে একটু বেশিই গাঁটের টাকা খসাতে হয় দর্শকদের। নায়িকার পারিশ্রমিকও কম কিছু নয়। যে কোনও অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করার জন্য ক্যাটের পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে দেড় কোটি টাকা। তবে, পারফরম্যান্স সময়ের সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বদলে যায়।
-
রণবীর সিংহ : কাজের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্টের নিরিখে তিনি নাকি অনেকের থেকেই এগিয়ে। তিনি অর্থাৎ রণবীর সিংহ। এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব রণবীরের স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিকও অন্যদের থেকেও একটু বেশি। যে কোনও স্পেশাল পারফরম্যান্সের জন্য রণবীরের পারিশ্রমিক ২ কোটি টাকা।
-
প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডের গণ্ডি পেরিয়ে ‘পিগি চপস’ এখন হলিউডের মধ্যমণি। ‘কোয়ান্টিকো’ নায়িকা সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে পাঁচ মিনিটের পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা।
-
সালমান খান : পর্দায় ‘ভাইজান’ মানেই ভক্তেরা মাতোয়ারা। আর যদি ভাইজানের স্টেজ পারফরম্যান্স হয় তাহলে তো আর কথাই নেই। নাচের স্টেপ দিয়ে হোক বা কমেডি- আসর মাতাতে সালমানের জুড়ি মেলা ভার। তাই তার পারিশ্রমিকও বেশি। যে কোনও স্টেজ শো-এর জন্য ভাইজানের পারিশ্রমিক ৫ কোটি টাকার কাছাকাছি।
-
শাহরুখ খান : স্টেজ পারফরম্যান্সের জন্য বলি বাদশার পারিশ্রমিক ২-৩ কোটি টাকার কাছাকাছি। ঘণ্টা দেড়েকের জন্য শো সঞ্চালনা করতে হলেও একই পারিশ্রমিক নেন শাহরুখ।