যে বলিউড নায়িকারা কিংফিশারের ক্যালেন্ডার মডেল ছিলেন
বলিউড এমনকী হলিউডেও এরা অনেকেই পরিচিত নাম। কিন্তু জানেন কি বলিউডে পরিচিতি পাওয়ার আগেই এরা কিংফিশার সুপারমডেল হয়েছিলেন। এবারের অ্যালবামে থাকছে তাদের ছবি।
-
দীপিকা পাডুকোন : বলিউড থেকে হলিউড। অভিনয়ের মাধ্যমে দীপিকা পাডুকোন নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। ২০০৭ সাল থেকে বলিউড তাকে চেনে। ওই বছরই ‘ওম শান্তি ওম’ ছবিতে তার বলিউড ডেবিউ হয়। কিন্তু জানেন কি তারও আগে দীপিকা কিংফিশার ক্যালেন্ডার মডেল ছিলেন। দীপিকা ২০০৬ সালের কিংফিশার মডেল ছিলেন।
-
ক্যাটরিনা কাইফ : ২০০৩ সালে কিংফিশার ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেছিলেন ক্যাটরিনা কাইফ। তিনি তখনও বলিউডে জনপ্রিয় হননি। ওই বছরই তিনি ‘বুম’-এ প্রথম অভিনয় তার। ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’, ‘যব তক হ্যায় জান’-এর মতো হিট ফিল্ম রয়েছে তার ঝুলিতে।
-
নার্গিস ফাকরি : ‘রকস্টার’ ফিল্মে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন নার্গিস ফাকরি। সেটা ২০১১ সাল। কিন্তু তারও আগে ২০০৯ সালে তিনি কিংফিশার সুপারমডেল হন।
-
লিজা হেডেন : ‘কুইন’, ‘হাউসফুল ৩’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন সুপারমডেল লিজা হেডেন। কিন্তু তারও আগে ২০১১ সালে কিংফিশার ক্যালেন্ডারে তার ছবি ছাপা হয়।
-
সায়ামি খের : ২০১২ সালে কিংফিশার সুপারমডেল হন তিনি। আর তার ৪ বছর পর সায়ামির বলিউড ডেবিউ ‘মির্জা’ রিলিজ করে।
-
ইয়ানা গুপ্তা : ২০০৩ সালে ‘দম’ ফিল্মে ‘বাবুজি জারা ধিরে চলো’ গানে তার পারফরম্যান্স খুবই প্রশংসিত হয়েছিল। যে বছর এই ফিল্ম রিলিজ করে সেই বছরই তিনি কিংফিশার সুপারমডেলও হন।
-
সারা জেন ডায়াস : বলিউডের খুবই পরিচিত নাম সারা। তবে বলিউডে আসার আগে তিনি ২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন এবং ২০১৫ সালে কিংফিশার ক্যালেন্ডার মডেল হওয়ার সুযোগ পান।