ঢাকায় সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোয় চার দিনব্যাপী পরিদর্শন শেষে ঢাকায় সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়া।
-
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : মাহবুব আলম
-
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে ভালোবাসার নজির স্থাপন করেছে, তাতে মুগ্ধ ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : মাহবুব আলম
-
একই সঙ্গে রোহিঙ্গা তথা একটি সংকটাপন্ন সম্প্রদায়ের শিশুদের জীবন বাঁচাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রিয়াঙ্কা। ছবি : মাহবুব আলম
-
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রিয়াঙ্কা।
-
সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা। ছবি : মাহবুব আলম
-
প্রিয়াঙ্কা বলেন, শরণার্থী শিশুদের দায়িত্ব পুরো পৃথিবীকে নিতে হবে। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নেই। ‘হৃদয় খুলে দিন। আপনারা মনে সহমর্মিতা আনুন। আমাদের নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন।’ ছবি : মাহবুব আলম
-
গত চার দিনে প্রিয়াঙ্কা উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন। ছবি : মাহবুব আলম