‘রেস থ্রি’ ছবির চমকে দেওয়া ১০টি তথ্য
সালমান খান বলে কথা, অ্যাকশন ছবিতে তার পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স থাকবে না, এমনটা হয় না কি? তবে শুধু সালমানই নয়, ‘রেস থ্রি’ জুড়ে শুধু চমকই চমক।
-
মুম্বাই, থাইল্যান্ড আর কাশ্মীর জুড়ে শুটিং হয়েছে ‘রেস’ ছবির নতুন এই ফ্যাঞ্চাইজির। ছবি জুড়ে এক কথায় তারকাদের হাট যেন। সালমান ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, সাকিব সালেম, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং আরও অনেকে। ছবির পরিচালক বলিউডের নামজাদা কোরিওগ্রাফার রেমো ডিসুজা।
-
বছর দু’য়েক আগে ‘রেস থ্রি’ ছবিটির স্ক্রিপ্ট শুনেছিলেন সালমান। তার কথায়, “প্রযোজক রমেশ তৌরানি বেশ কয়েকবার ছবির স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছিলেন। অনেক দিন পরেই একটা এই জঁরের স্ক্রিপ্ট শুনে আর না করিনি। একঘেঁয়ে ছবি করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম।”
-
তবে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আর কোনও ছবিই সালমানের দেখার ফুরসত হয়ে ওঠেনি। সালমান বলছেন, “এই ধরনের ছবি আমি আগে করিনি। তবে ছবিগুলি না দেখলেও ফরম্যাটটা আমার খুবই চেনা। আমি এর মধ্যে একটু ‘হাম আপকে হ্যয় কৌন’ও মেশানোর চেষ্টা করেছি।”
-
ছবির বাজেট প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ছবির স্যাটেলাইট আর ডিজিটাল বিক্রির সত্ত্ব ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটি টাকার গণ্ডি। পরিবেশকদের কাছে এটিই সবচেয়ে দামি ছবি হতে চলেছে।
-
এই ছবিতে অভিনয়ের জন্য সালমানই ডাক পাঠান ববি দেওলকে। আর অ্যাবস তৈরি করার নানান টিপসও সালমানই ববিকে দেন। এমন কী সলমনের জিম ট্রেনারই ‘রেস থ্রি’ তে ববির এমন বডি অ্যাবস তৈরিতে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।
-
ছবিতে একটা শটের জন্য ববি দেওলকে বরফে ঝাঁপ দিতে হয়েছিল।
-
‘রেস থ্রি’ এমন একটি লোকেশনে শুট হয়, যেখানে ববি দেওলের বাবা অর্থাৎ ধর্মেন্দ্রও শুটিং করেছিলেন। ১৯৬৪ সালে সেই জায়গায় শুটিং করছিলেন ধর্মেন্দ্র। আর স্মৃতিবিজরিত সেই জায়গার ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন ববি।
-
‘রেস থ্রি’ ছবির জন্য একটি রোমান্টিক গানও লিখেছেন সালমান খান। পাকিস্তানের গায়ক আতিফ আসলাম গেয়েছেন গানটি।
-
‘রেস থ্রি’র জন্য কঠিন কসরত করতে হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। নানান অ্যাকশন স্টান্টের জন্য বহুদিন মিক্সড মার্শাল আর্টসেরও ট্রেনিংও নিতে হয়েছিল জ্যাকলিনকে।
-
‘রেস’ সিরিজের প্রথম দু’টি সিরিজ পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। তিন নম্বরটিতে হাত দিলেন রেমো ডিসুজা। এটিই তার ঝুলিতে প্রথম অ্যাকশন ছবি।