রাজ-শুভশ্রীর বিয়ের ছবি
রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে সরগরম ভারতের টলি পাড়া। শুক্রবার সকালে ছিল গায়ে হলুদ। সন্ধ্যায় সঙ্গীতের পালা মিটিয়ে রাতে বিয়ের অনুষ্ঠান।
-
সকাল থেকেই সাজো সাজো রব ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। পৌঁছে গিয়েছিলেন দুই পরিবারের আত্মীয় ও বন্ধুরাও।
-
সাবেকী সাজ বরাবরই পছন্দ শুভশ্রীর। গায়ে হলুদেও সেজেছিলেন সেই ভাবেই। অফ হোয়াইট লেহেঙ্গার সঙ্গে ফুলের গয়নায় অপূর্ব লাগছিল শুভশ্রীকে।
-
প্রথমে গায়ে হলুদ হয় রাজের। নায়িকা তখন সাজতে ব্যস্ত ছিলেন। ফটোশুটও চলছিল জোর কদমে। পরে মঞ্চে আসেন শুভশ্রী।
-
আত্মীয়-বন্ধুদের সমাগমে সমস্ত রীতি মেনেই হল গায়ের হলুদের অনুষ্ঠান। শুভশ্রী বর্ধমানের মেয়ে। সমস্ত উপাচার নিয়ে পুরোহিতও এসেছিলেন বর্ধমান থেকেই।
-
বিয়েতে লাল বেনারসী, চন্দন আর সোনার গয়নায় সাবেকী সাজই পছন্দ নায়িকার। মেকআপ হবে পরিপাটি। গায়ে হলুদে নায়িকা বেছেছেন পূজা প্রসাদের ডিজাইন করা লেহেঙ্গা।
-
গায়ে হলুদের পর ছিল তত্ত্ব আদান প্রদানের পালা। দুই পরিবার থেকেই তত্ত্ব সাজিয়ে হাজির হয়েছিলেন আত্মীয় পরিজনেরা।
-
রাজ-শুভশ্রীর বিয়ে বলে কথা। মধ্যাহ্নভোজে ছিল হরেক রকম পদ। থালা সাজিয়ে সাবেকী ধাঁচে অতিথিদের খাবার পরিবেশন করা হয়।
-
সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় জমকালো সঙ্গীতের অনুষ্ঠান। উজ্জ্বল পাঞ্জাবি-কুর্তায় সেজেছিলেন রাজ। শুভশ্রীর পরনে ছিল পূজা প্রসাদের ডিজাইন করা সোনালি রঙা লেহেঙ্গা।
-
আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। তার আগে সঙ্গীতের তালে তালে পা মেলালেন রাজ-শুভশ্রী। ঝলমলে আলো, সঙ্গীত আর যুগলের নাচের তালে মায়াবী হয়ে উঠল গোটা পরিবেশ।