মিষ্টি হাসির কাজল
ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল মিষ্টি হাসি দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। এবারের অ্যালবাম সাজানো হয়েছে কাজলের ছবি নিয়ে।
-
মিষ্টি হাসির কাজল সব সময়ই মন খুলে হাসতে পারেন। মিষ্টি হাসি ও নিপুণ অভিনয় দিয়ে সবার প্রিয়জন হয়েছেন।
-
প্রাণবন্ত অভিনয় দিয়ে তিনি ভারতের দক্ষিণী ছবিতে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন।
-
এলোকেশে হাসির রাশি ছড়িয়ে দিয়েছেন কাজল।
-
চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চেও অভিনয় করছেন।
-
কাজল ১৯৮৫ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেছেন।
-
সবুজ শাড়িতে সেজেছেন কাজল।
-
কাজল ২০০৪ সালে, ‘কিউ! হো গায়া না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে এবং ২০০৭ সালে, ‘লক্ষ্মী কালিয়ানাম’ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
-
লালেরর মধ্যে কাজল। তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিল ‘চান্দামামা’।
-
তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত ‘মাগাধীরা’ চলচ্চিত্রে অভিনয়ের পর।
-
‘মাগাধীরা’ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর জন্যে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন।
-
তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন ‘সিংঘাম’ চলচ্চিত্ররে মাধ্যমে। যা ছিলো ব্লকবাস্টার।