যে সব বলিউড তারকার ব্রেক-আপের পর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি
ব্রেক-আপের পর যে সব বলিউড তারকাদের পর্দায় আর কখনও এক সঙ্গে দেখা যায়নি তাদের নিয়ে এবারের আয়োজন-
-
সালমান খান ও ঐশ্বরিয়া রাই : তাদের শেষ দেখা গিয়েছিল ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে।
-
অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়- বিয়েটা প্রায় ঠিক হয়েই গিয়েছিল এই দুই অভিনেতার। কিন্তু, বাধ সাধে বিধি। ২০০৭ সালে মুক্তি পায় ‘লাগা চুনরি মে দাগ’ ছবিটি। এর পরে আরও দুটি ছবিতে তাদের দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু খুবই ছোট রোলে।
-
জন আব্রাহাম ও বিপাশা বসু : ২০১৩ সালের মাল্টিস্টারার বøকবাস্টার ‘রেস ২’ ছবিতে দুজনকে দেখা গিয়েছিল শেষবার।
-
বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাই : ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘কিউ! হো গয়া না’ ছবিটি। এই দুই তারকার প্রথম ও শেষ ছবি।
-
অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন : ১৯৯৪ সালের ‘মোহরা’ দিয়ে শুরু করে প্রায় এক যুগ একসঙ্গে কাজ করেন এই দুই অভিনেতা। শেষ ছবি ‘আন মেন অ্যাট ওয়ার্ক’ মুক্তি পায় ২০০৪ সালে।
-
অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর : এরা শেষবার এক সঙ্গে কাজ করেছিলেন ২০০২ সালের ‘হাঁ মেয়নে ভি প্যার কিয়া’ ছবিতে।
-
সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত : ‘থানেদার’, ‘খলনায়ক’, ‘সাজন’-এর মতো বক্স অফিস হিট ছবির পরে, ১৯৯৭ সালে মুক্তি পায় এই জুটির শেষ ছবি ‘মহান্ত’।
-
ডিনো মোরিয়া ও বিপাশা বসু : ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘চেহেরা’। তার আগে আরও চারটি ছবিতে দেখা গিয়েছিল এদের। কিন্তু, তার পরেই অনেক দিনের সম্পর্কে ইতি টানেন দু’জন।
-
শহিদ কাপুর ও করিনা কাপুর : ২০০৭ সালের এক অনবদ্য রোম্যান্টিক ছবি ছিল ‘যব উই মেট’। কিন্তু, তারপরেই রিয়াল লাইফে সম্পর্কে ইতি টানেন এই দুই কাপুর। তবে, তারপরেও এ যাবৎ দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন শহিদ-কারিনা।