‘বাহুবলী’ ছবিতে যে তারকারা অভিনয় করতে চাননি
‘বাহুবলী’ ছবিটি পরিচালক এসএস রাজামৌলী প্রথমে হিন্দিতে করতে চেয়েছিলেন। পরিচালকের প্রত্যাশিত তারকারা ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করতে না চাওয়ায় পরে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
-
হৃতিক রোশন : বাহুবলীর চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু, খুব একটা গুরুত্ব দেননি হৃতিক। পরে অবশ্য ছবিটি দেখে তিনি বলেছিলেন যে, ‘অমরেন্দ্র বাহুবলী’ চরিত্রটি যেন প্রভাসের জন্যই লেখা হয়েছিল।
-
নয়নতারা : তাকে দেবসেনার চরিত্রের জন্য বলা হয়েছিল। তিনি ‘না’ বলায় রোলটি অফার করা হয় অনুশকা শেঠিকে।
-
জন আব্রাহাম : বল্লালদেবের চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। স্ক্রিপ্ট পাঠানোর পরে কোনো কিছুই জানাননি ‘ধুম’-এর এই তারকা। পরে এই চরিত্রে অসামান্য দক্ষতা দেখান রানা দাগ্গুবতি।
-
বিবেক ওবেরয় : বল্লালদেবের চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু সময়ের অভাবে না করে দেন অভিনেতা।
-
সোনম কাপুর : অবন্তিকার চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু, টানা দুই বছর কেবলমাত্র এই ছবির জন্যই সময় দিতে হবে শুনে, পিছিয়ে যান সোনম। সুযোগ করে নেন তামান্না ভাটিয়া।
-
মোহনলাল : কাটাপ্পার চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। ছবির এই গুরুত্বপূর্ণ রোলটি করতে নারাজ ছিলেন অভিনেতা। কিন্তু, সত্যরাজ অসামান্য অভিনয় করেন কাটাপ্পার ভূমিকায়।
-
শ্রীদেবী : শিবগামী দেবীর চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু, অভিনেত্রী অনেক বেশি টাকা দাবি করায়, রোলটি অফার করা হয় রামাইয়া কৃষ্ণননকে।