বলিউডের যে তারকাদের জেলে যেতে হয়েছে
শুধু সালমান খান নন, জেলে থাকতে বাধ্য হয়েছেন বলিউড আরো যে তারকারা তাদের ছবি নিয়ে এবারের আয়োজন।
-
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানের ৫ বছর জেল হয়েছে।
-
জেলে যাওয়া হিরোদের মধ্যে প্রথমেই আসবে সঞ্জয় দত্তের নাম। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম অপরাধী সঞ্জয় ৪২ মাস কাটান মুম্বাইয়ের ইয়ারওয়াড়া জেলে।
-
৫ বছরের জেল হয়েছিল তার, তবে তার আগেই ১৮ মাস জেল খাটায় সাজার পরিমাণ কমে যায়।
-
বলিউডের আর এক অভিনেতা সাইনি আহুজার জেল হয় বাড়ির পরিচারিকাকে ধর্ষণের দায়ে। হজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি ২ ও গ্যাংস্টার-এর মত প্রশংসনীয় ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু বলিউডে নিজের জায়গা করে নেওয়ার ঠিক আগে তার জেল হয়ে যায়।
-
আদিত্য পাঞ্চলির ছেলে সুরজের বলিউডে গডফাদার সালমান খান। কিন্তু একটাও ছবি করার আগে অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার দায় তার ওপর এসে পড়ে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কিছুদিন জেলে কাটান তিনিও। জামিন পেয়ে গেলেও এই মামলার ফয়সালা এখনও হয়নি।
-
সাইফ আলি খানও সালমানের সঙ্গে কৃষ্ণসার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন। তবে আদালত তাকে নির্দোষ আখ্যা দিয়েছে।
-
এর আগে অবশ্য একবার গ্রেফতার হয়েছেন সাইফ। ২০১২ সালে এক পাঁচতারা হোটেলে জনৈক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গ্রেফতারও হন, পরে জামিন পেয়ে যান।
-
জাল পাসপোর্ট রাখার কারণে আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে গ্রেফতার হন অভিনেত্রী মণিকা বেদী। জেলে ২ বছর কাটাতে হয় তাকে।