বলিউড তারকাদের জীবনের প্রথম পারিশ্রমিক
অনেক ভক্ত-দর্শক জানতে চান তাদের প্রিয় তারকাদের জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিলো। এবাবের অ্যালবামে থাকছে বলিউড তারকাদের জীবনের প্রথম পারিশ্রমিক।
-
অমিতাভ বচ্চন : অভিনয়ে পা রাখার আগে তিনি একটি শিপিং কোম্পানিতে এক্সিকিউটিভ পদে কাজ করতেন। এই কাজের জন্য প্রতি মাসে ৫০০ টাকা বেতন পেতেন তিনি।
-
শাহরুখ খান : ব্যক্তিগত জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েই বলি বাদশা হয়েছেন শাহরুখ খান। বিভিন্ন কনসার্টে সহকারী হিসেবেও কাজ করেছেন শাহরুখ। এই কাজের জন্য ৫০ টাকা হাতে পেতেন তিনি।
-
রজনীকান্ত : শুধু ভারতে নয় এশিয়ায় সর্বোচ্চ আয়ের তারকাদের মধ্যে একজন রজনীকান্ত। বক্স-অফিস হিট ‘শিবাজী’ ছবির জন্য ২৬ কোটি টাকা নিয়েছিলেন ‘থ্যালাইভা’। তবে তিনি একজন বাস কন্ডাকটর হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন।
-
ইরফান খান : অভিনয় দক্ষতায় বলিউড থেকে হলিউড, সর্বত্রই ঝড় তুলেছেন ইরফান। কিন্তু বলিউডে পা রাখার আগে টিউশনে এক এক জন ছাত্রের থেকে মাত্র ২৫ টাকা করে নিতেন ইরফান।
-
কল্কি কোচলিন : তিনি লন্ডনে পড়াশোনা করার সময় একটি ক্যাফেতে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন কল্কি। তার বেতন ছিল ৪০ পাউন্ড।
-
রোহিত শেটি : তার ক্যারিয়ার শুরু হয় একজন সহকারী ডিরেক্টর হিসেবে। চিত্রনির্মাতা কুকু কোহলির অধীনে মাত্র ৩৫ টাকা বেতনে কাজ শুরু করেন রোহিত শেটি।
-
ধর্মেন্দ্র : বলিউডে একসময় হার্টথ্রব ধর্মেন্দ্রর অভিনয় জীবন শুরু হয় খুব কম বেতন দিয়ে। লাইমলাইটে আসার আগে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবিতে অভিনয়ের জন্য ৫১ টাকা হাতে পান তিনি।
-
রণদীপ হুডা : বি-টাউনে নজির গড়ার আগে অস্ট্রেলিয়ার একটি চিনে রেস্তোরাঁয় একজন ওয়েটার হিসেবে পেশাগত জীবন শুরু করেন রণদীপ। ওয়েটারের চাকরির জন্য প্রতি ঘণ্টায় ৮ ডলার (৫১৭ টাকা) পেতেন তিনি।
-
সোনম কাপুর : সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও নিজের পায়ে দাঁড়ানোর মরিয়া চেষ্টা ছিল সোনমের। তিনি জানিয়েছেন, এক সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন। বেতন পেতেন তিন হাজার টাকা।