শাড়িতে শ্রীদেবী দেখতে যেমন ছিলেন
সব পোশাকেই মানাতো সদ্যপ্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। এবারের অ্যালবাম সাজানো হয়েছে শ্রীদেবীর শাড়ি পরা ছবি নিয়ে।
-
১৯৮৯ এর ‘চাঁদনি’ হোক কিংবা এক্কেবারে হালের ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে শাড়িতেই শ্রীদেবী নজর কেড়েছেন সবচেয়ে বেশি। তার হাত ধরে বেশ কিছু শাড়িও যেন পেয়েছে ‘সেলিব্রিটি’র তকমা।
-
‘চাঁদনি’ ছবিতে শ্রীদেবীর লুক আজও ভুলতে পারেনি দর্শক। ছবিতে নানান দৃশ্যে বিভিন্ন শাড়িতেই ধরা দিয়েছিলেন শ্রীদেবী। তবে এই হলুদ রঙের শিফন শাড়িতেই ফ্যানদের মনে ঝড় তুলেছিলেন সবচেয়ে বেশি।
-
১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে রিপোর্টারের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু ‘কাঁটে নেহি কাটতি’ গানে নীল রঙের শিফন শাড়িতে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে ছিলেন তিনি।
-
জানবাজ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে। কিন্তু সেখানেও যেন তিনি হান্ড্রেড নট আউট। ‘হর কিসিকো নেহি মিলতা ইঁয়াহা প্যায়ার জিন্দেগি মে’ গানটিতে মূলত দুটি শাড়ি পরেছিলেন শ্রীদেবী। একটি লাল আরেকটি সাদা।
-
কাল্ট ফিল্ম ‘সদমা’তে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শক থেকে সমালোচক অবধি সকলেই। শ্রী অভিনীত তামিল ছবি ‘মুন্দরাম পিরাই’ ছবিটির রিমেক ‘সদমা’। সোনালি পাড়ের লাল শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজে যেন এক্কেবারে ঘরোয়া মহিলা হয়ে উঠেছিলেন শ্রীদেবী।
-
১৯৮৬ সালের ‘নাগিনা’ ছবিটির কথা বোধ হয় সকলেরই মনে আছে। আর মনে থাকবে নাই বা কেন? এই ছবিটিতেই তো শ্রীদেবীর নাগিন ডান্স দেখা গিয়েছিল। সেই নাগিন ডান্স যা আজও ভুলতে পারেনি দর্শক। এই ছবিতে শ্রীদেবী পরিহিত হলদে শাড়িটিও মনে রাখার মতোই।
-
আসা যাক ‘লমহে’ ছবিতে। যেখানে শ্রীদেবীর দুটি শাড়ি সবচেয়ে বেশি নজর কেড়েছিল দর্শকের। একটি ব্লু প্রিন্টেড আরেকটি গোলাপি রঙের।
-
হালফিলের ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে আসা যাক। যে ছবিতে অধিকাংশ সময়েই ঘরোয়া লুকে মূলত শাড়ি পরেই ধরা দিয়েছিলেন শ্রীদেবী। কামব্যাক ছবিতেও পুরনো ছবিগুলোর মতোই শাড়ি পরেই চমৎকার করে দিয়েছিলেন শ্রীদেবী।