শ্রীদেবীর মতো যে তারকাদের হঠাৎ মৃত্যু হয়েছিল
এবারের অ্যালবাম সাজানো হয়েছে শ্রীদেবীর মতো যে তারকাদের হঠাৎ মৃত্যু হয়েছিল তাদের ছবি নিয়ে।
-
ওম পুরী : বলিউডের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তার নাম। গত বছর ৬ জানুয়ারি হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছিল তার। বয়স হয়েছিল ৬৬ বছর। ‘অর্ধসত্য’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘পার’-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।
-
রীমা লাগু : টেলিভিশন ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর ১৮ মে সকালে তিনিও হার্ট অ্যাটাকের ফলে মারা যান। তার বয়স হয়েছিল ৫৯।
-
রাজ্জাক খান : ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ গোল্ডেন ভাইয়ের চরিত্রে নজর কেড়ে ছিলেন রাজ্জাক খান। বলিউডে ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মূলত কমিক চরিত্রেই দেখা গিয়েছে তাকে। ২০১৬ সালের ১ জুন বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি থাকাকালীন হার্ট অ্যাটাক হয় তার। সেখানেই মারা যান তিনি।
-
বিবেক শৌক : বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান তিনি। ‘অ্যায়তরাজ’, ’৩৬ চায়না টাউন’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘গদর: এক প্রেম কথা’র মতো অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৭ বছর বয়সে ২০১১ সালের ১০ জানুয়ারি মৃত্যু হয়েছিল তার। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক।
-
ফারুক শেখ : পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই ২০১৩ সালের ২৭ ডিসেম্বর হার্ট অ্যাটাক হয় তার। মৃত্যু হয় ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘চশমে বদ্দুর’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ছবির অভিনেতার।
-
ইন্দ্র কুমার : ৪৫ বছর বয়সে ২০১৭ সালের ২৮ জুলাই আকস্মিক হৃদরোগের শিকার হন এ অভিনেতা। ১৯৯৬ সালে বলিউডে তিনি পা রাখেন ‘মাসুম’ ছবিতে। বিশটির বেশি সিনেমায় কাজ করেছেন ইন্দ্র।