বলিউডে শ্রীদেবীর মতো আরো যাদের রহস্যময় মৃত্যু হয়েছে
এর আগেও বলিউডে অনেক খ্যাতিমান তারকার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সদ্যপ্রয়াত শ্রীদেবীর নাম সেই তালিকায় যুক্ত হলো।
-
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় : ছোট পর্দায় ‘বালিকা বধূ’ খ্যাত প্রত্যূষা আত্মহত্যা করেন বছর দুই আগে। পরিবার এই মৃত্যুর জন্য দায়ী করে তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহকে।
-
দিব্যা ভারতী : একসময় ধরে নেওয়া হয়েছিল দিব্যা ভারতী সিনে জগতের ‘নেক্সট বিগ থিং’! তবে ‘দিওয়ানা’ সুন্দরীর মুম্বইয়ের পাঁচ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু সেই সম্ভবনায় ইতি টেনে দেয়। পোস্ট মর্টেম রিপোর্টে জানা যায়, মাদকাসক্ত হয়েই পড়ে যান তিনি। তবে গোটা ঘটনাটা এখনও রহস্যাবৃত!
-
গুরু দত্ত : ‘কাগজকে ফুল’, ‘পিয়াসা’-র মতো ক্লাসিক ছবির নির্মাতা গুরু দত্ত বলিউডের কিংবদন্তি পরিচালক। ১৯৬৪ সালের অক্টোবরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যা? কে জানে? আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন যে!
-
কুনাল সিংহ : ‘দিল হি দিল মে’-খ্যাত অভিনেতা কুনাল সিংহকে তার বাড়ির সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, কুনাল খুন হয়েছেন।
-
জিয়া খান : মুম্বাইয়ে পাঁচ বছর আগের এক সকালে নিজের অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুন্দরী জিয়াকে। তার পরিবার দাবি করে, ছয় পাতার সুইসাইড নোট লিখেছিলেন জিয়া। অভিযুক্ত বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি শারীরিক নির্যাতনেই অতিষ্ঠ হয়ে নাকি মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন জিয়া।
-
নাফিসা জোসেফ : ‘ফেমিনা মিস ইউনিভার্স’, মিস ইউনিভার্সের ফাইনালিস্ট বিখ্যাত ভিডিও জকি নাফিসা জোসেফকে তার বিয়ের কয়েক সপ্তাহ আগে ২০০৪ সালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হবু-বরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই নাকি চরম পথ বেছে নিয়েছিলেন তিনি।
-
সিল্ক স্মিতা : বিজয়ালক্ষ্মী বদলাপতি, যিনি দক্ষিণী ফিল্ম জগতের ‘সেক্স সিম্বল’ হিসেবে খ্যাত, তিনি আত্মহত্যা করেন। একাধিক সম্পর্ক, ড্রাগ আসক্তি, মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা যায়।
-
পারভিন ববি : ’৭০-’৮০ দশকের লাস্যময়ী অভিনেত্রী পারভিন ববিকে ২০০৫ সালে মৃত অবস্থায় পাওয়া যায় তার অ্যাপার্টমেন্ট থেকে। কেন তার মৃত্যু, সেই রহস্য আজও উদ্ধার করা যায়নি। মানসিক অবসাদ নাকি ‘অন্য’ কিছু, এর উত্তর পাওয়া যায়নি আজও।
-
মনমোহন দেশাই : ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুলি’-র মতো বিখ্যাত ছবির পরিচালক মনমোহন দেশাই বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে বলা হয়, পিঠের সমস্যায় ভুগছিলেন। অন্য সূত্রের দাবি, নিজের ক্যারিয়ার নিয়েই মোটেই সন্তুষ্ট ছিলেন না তিনি।