বলিউডের যে তারকারা হলিউডে অভিনয় করতে নারাজ
এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন বলিউডে সফল, কিন্তু হলিউডে অভিনয় করতে নারাজ কোন তারকারা।
-
অস্কার প্রাপ্ত ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অনিল কাপুরের চরিত্রটি প্রথমে শাহরুখ খানের করার কথা ছিল। কিন্তু এর চরিত্র বাদশা খানের পছন্দ না হওয়ায় তাতে তিনি কাজ করেননি।
-
অস্কারের জন্য মনোনীত হওয়া ‘ট্রয়’ ছবিতে ব্র্যাড পিটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব এসেছিল ঐশ্বরিয়ার কাছে। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি থাকার কারণে এতে অভিনয় করতে রাজি হননি তিনি।
-
রণিত রায়ের কাছে অস্কার প্রাপ্ত ছবি ‘জিরো ডার্ক থার্টি’ ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য অভিনয় করতে পারেননি এ অভিনেতা।
-
পরিচালক টারসেম সিংহের ‘ইমমর্টাল’ ছবিতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু ‘সাত খুন মাফ’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারেননি এ অভিনেত্রী।
-
‘দ্য পিঙ্ক প্যানথার ২’ ছবিতে ভিসেন্তর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব এসেছিল হৃতিক রোশনের কাছে। কিন্তু তিনি রাজি হননি।
-
পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘ইন্টারস্টেলার’-এ অভিনয় করার কথা ছিল ইরফান খানের। কিন্তু ‘লাঞ্চবক্স’ এবং ‘ডি ডে’ ছবির শুটিংয়ের ব্যস্ততার জন্য প্রস্তাব ফিরিয়ে দেন এ অভিনেতা।
-
হলিউডের চিরায়ত ক্লাসিক ‘লরেন্স অফ অ্যারাবিয়া’ ছবিতে অভিনয় করার কথা ছিল দীলিপ কুমারের। কিন্তু ছবিতে অভিনয় করতে রাজি হননি অভিনেতা।
-
হলিউড অভিনেতা ডয়েন জনসনের বিপরীতে একটি ছবিতে কাজ করার কথা ছিল অক্ষয় কুমারের। কিন্তু বিদেশি ছবিতে কাজ করতে নারাজ অক্ষয় সেই প্রস্তাবে রাজি হননি।
-
‘হ্যরি পটার’ সিরিজে কাজ করার কথা ছিল নাসিরুদ্দিন শাহের। কিন্তু তিনি প্রস্তাব গ্রহণ করেননি।