সংসার সাজাতে বলিউডকে বিদায় জানিয়েছেন যে নায়িকারা
নিজের পরিবারের জন্য ক্যারিয়ারের শীর্ষে থেকে বলিউডকে বিদায় জানিয়েছেন যে নায়িকারা, তাদের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
মন্দাকিনী : ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ ছবির হাত ধরে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। একাধিক সফল বাণিজ্যিক ছবির এ নায়িকা ১৯৯০ সালে বিয়ের পর বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।
-
মীনাক্ষী শেষাদ্রি : ১৯৯৩ সালে ‘দামিনী’ ছবিতে যার অভিনয় কাঁপিয়ে দিয়েছিল সিনে জগতকে। ১৯৯৫ সালে বিয়ে করেন হরিশ মেসোরকে। এর পরেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন মীনাক্ষী। বর্তমানে আমেরিকার টেক্সাসে তিন ছেলে-মেয়ে আর স্বামীর সঙ্গে থাকেন মীনাক্ষী।
-
সোনালী বেন্দ্রে : একাধিক সফল বলিউড ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শক থেকে পরিচালক সকলের। কিন্তু পরিবার ও সন্তানকে আরও সময় দেওয়ার জন্য ২০০৪ সালের পর বড় পর্দার আড়ালে চলে যান তিনি।
-
শিল্পা শেটি : ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে তিনি চলচ্চিত্র থেকে অবসর নেন। তবে এখনও ছোট পর্দায় বিভিন্ন রিয়ালিটি শো-এ নিয়মিত উপস্থিতি রয়েছে শিল্পার।
-
আসিন : বলিউডে ‘গজনি’র নায়িকা হিসেবে বিখ্যাত আসিন জানুয়ারি ২০১৬ সালে মাইক্রোম্যাক্স-এর কর্ণধার রাহুল শর্মাকে বিয়ের পর অভিনয় থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন তিনি।
-
গায়ত্রী জোশী : নজরকাড়া অভিনয়ের জন্য ২০০৫ সালে ‘বেস্ট ফিমেল ডেবিউ’ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। কিন্তু ২০০৫ সালে বিয়ের পরই অভিনয় থেকে সরে দাঁড়ান গায়ত্রী।