যে কারণে বিরাট-আনুশকার বিয়ের ভেন্যু এতো জনপ্রিয়
কয়েকদিন ধরে ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে আলোচনার শীর্ষে। এবারের অ্যালবামে জানা যাবে, বিরাট-আনুশকার বিয়ের ভেন্যু এতো জনপ্রিয় হওয়ার কারণ।
-
রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে ইতালির জনপ্রিয় ওয়েডিং ডেস্টিনেশন তাস্কানি। সম্প্রতি এই তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতোতে সাত পাকে বাঁধা পড়লেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি ও অনুশকা শর্মা।
-
মধ্য তাস্কানির সেইনা প্রদেশে রয়েছে এই বিলাসবহুল ওয়েডিং ডেস্টিনেশন বর্গ ফিনোচ্চিয়েতো। সেইনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত বর্গ ফিনোচ্চিয়েতো।
-
বর্গ কথার অর্থ ‘ভিলেজ’ বা গ্রাম এবং ফিনোচ্চিয়েতো কথার অর্থ ‘ফিল্ড’ বা মাঠ। ১৩১৮ সালে এই এলাকার নাম দেওয়া হয়েছিল বর্গ ফিনোচ্চিয়েতো।
-
৮০০ বছরের পুরনো এই ভিলাটিতে রয়েছে ২২টি শয়ন কক্ষ। ৪৪ জন অতিথি থাকতে পারেন এখানে।
-
ইতালির ওয়াইন ক্যাপিটাল মন্টালসিনোর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে এই বর্গ ফিনোচ্চিয়েতো।
-
এই ভিলায় এক সপ্তাহ থাকার ভাড়া ১ কোটি টাকা। একএকটি ঘরের ভাড়া ৬ লাখ ৫০ হাজার থেকে শুরু করে ১৪ লাখ টাকার মধ্যে।
-
ফোর্বসের তালিকায় বিশ্বের প্রথম ২০ ‘এক্সপেনসিভ’ হলিডে ডেস্টিনেশনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তাস্কানির নাম।
-
প্রথম স্থানটি দখল করেছে কোস্টা রিকার হসেইন্ডা সান্টা ইনস।
-
কেন ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে এত জনপ্রিয় তাস্কানি? এর অন্যতম এখানে রয়েছে আলাদা ওয়াইন টেস্টিং রুম।
-
রয়েছে সবুজ মাঠ, পাহাড় এবং ভ্যালি ফেসিং বিলাসবহুল স্যুট।
-
ছবির মতো সুন্দর এই তাস্কানির নিরাপত্তা ব্যবস্থাও সারা বিশ্বে সমাদৃত। এ পর্যন্ত বহু হলিউড তারকার বিয়ে রয়েছে বর্গ ফিনোচ্চিয়েতোতে। কিন্তু তাস্কানিতে ভারতীয় বিয়ে এই প্রথম।