বিরাট-অনুশকার বিয়ের ১০টি অজানা তথ্য
এবারের অ্যালবামে থাকছে বিরাট-অনুশকার বিয়ের অজানা ১০টি তথ্য।
-
প্রথম থেকেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের স্বপ্ন দেখেছিলেন অনুশকা। তার ইচ্ছে ছিল, প্রকৃতির মাঝে বিয়ে করার। মূলত তার ইচ্ছাতেই ইতালিতে গাঁটছড়া বাঁধলেন দুই লভ বার্ডস।
-
বিয়ের সমস্ত প্লানিং করেছেন দিল্লির ওয়েডিং প্লানার দেবিকা নারিন।
-
তাদের বিয়ের সব ছবি তুলেছেন পৃথিবী বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার দেবিকার স্বামী জোসেফ রাধিক। দিল্লি বা বোম্বেতে প্রতিদিনের শুটে তিনি সাধারণত পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
-
অনুশকা ও বিরাটের বিয়ে ও বউ ভাতের সব ছবির এক্সক্লুসিভ রাইট বিক্রি করে দেওয়া হবে নির্দিষ্ট ম্যাগাজিন ও বিনোদন চ্যানেলকে। প্রায় দু’কোটি টাকা এখান থেকে পাওয়া যাবে।
-
বিয়ের পর বউ ভাত হবে দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভ-এ। রিসেপশনের নিমন্ত্রণপত্র ছাড়াও একটা মস্ত মিষ্টির বাক্স ও ড্রাই ফ্রুটসের ঝুড়ি উপহার দেওয়া হয়েছে।
-
সব্যসাচী মুখোপাধ্যায় অনুশকার পোশাক ও গয়নার দায়িত্বে ছিলেন। সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি কালেকশন থেকে কেনা দশ লক্ষের হীরার নেকলেস পড়েছিলেন নায়িকা।
-
বিয়ের পোশাক ছিল গুলকন্দ বারগেন্ডি রঙের। কলকাতার শ্রেষ্ঠ কারিগরদের হাতে বোনা জরদৌসি ও মারোরি লেহেঙ্গা পরেছিলেন অনুশকা। লেহেঙ্গার জমিনে মুক্তোদানা বসানো।
-
বিরাট দিল্লির পাঞ্জাবি ছেলে। তার জন্য ছিল হাতে বোনা বেনারসি কাজের নকশা করা শেরওয়ানি। যাতে গোলাপ কাঠের বোতাম লাগানো।
-
পুরো বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল ‘শাদিস্কোয়াড’ নামক একটি সংস্থা। চার মাস ধরে প্লানিং চলেছে। টপ বস ছাড়া বাকি সদস্যরা ঘুণাক্ষরেও টের পায়নি। সকলেই জানতেন বড়লোক কোনও ক্লায়েন্ট এর বিয়ে হবে বিদেশে।
-
বিরাট কোহলি-অনুশকা শর্মার রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির বর্গ ফিনোচ্চিয়েতো অঞ্চলে বিয়ের অনুষ্ঠান হয়েছে।