বলিউডের যেসব ছবির টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে
বলিউডের ইতিহাসের যেসব ছবির টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সে রকম ১০টি ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘হাম আপকে হ্যায় কৌন’ নামের নব্বই দশকের এই ছবির টিকিট ৭ কোটিরও বেশি বিক্রি হয়েছিল!
-
রমেশ সিপ্পির ‘শোলে’ ছবি এক টানা পাঁচ বছর চলেছিল। সাড়ে ৫ কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছিল ‘শোলে’র।
-
চলতি বছরে বক্স অফিসে ইতিহাস গড়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী’। দেশ-বিদেশে ‘বাহুবলী’র টিকিট বিক্রি হয়েছে সাড়ে ৫ কোটির কাছাকাছি।
-
ড্রামা ও রোম্যান্সের দুরন্ত ককটেল ‘গদর: এক প্রেম কথা’। দেশভাগের পর ভারত পাকিস্তানের দুই পরিবারের কাহিনি নিয়ে সানি দেওলের এই ছবি। ৫ কোটি ১০ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছিল এর।
-
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিরটির প্রায় ৫ কোটি টিকিট বিক্রি হয়েছিল।
-
বলিউড বাদশা শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ আজও অনেকের কাছে আলটিমেট রোম্যান্টিক মুভি। এ ছবির টিকিট বিক্রি হয়েছিল সাড়ে ৫ কোটিরও বেশি।
-
১৯৯৬ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল ‘রাজা হিন্দুস্তানি’। আমির খান আর কারিশমা কাপুরের এই ফিল্মের গান আজও অনেকের মুখে মুখে ফেরে। ৪ কোটি ১০ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছিল এই ছবির।
-
দেশপ্রেম নিয়ে বলিউডে যে কয়টি ছবি তৈরি হয়েছে তার মধ্যে ‘বর্ডার’ অন্যতম। এ ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩ কোটি ৭০ লক্ষেরও বেশি।
-
‘দঙ্গল’ ছবির সাফল্যে এখনও ভাটা পড়েনি। এখন পর্যন্ত এর টিকিট বিক্রি হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ মতো।
-
শুধু ভারতে নয় পাকিস্তানেও দারুণ ব্যবসা করেছিল কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’। এ ছবির টিকিট বিক্রি হয়েছিল সাড়ে ৩ কোটিরও বেশি।