যেসব বলিউড তারকা ব্যবসাতেও সফলতার শীর্ষে
অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকা ব্যবসাতেও সফলতা লাভ করেছেন। এবারের অ্যালবামে থাকছে সেসব তারকার ছবি।
-
শাহরুখ খান : অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও। মোশন পিকচার্স প্রডাকশনের রেড চিলিজ এন্টাটেইনমেন্টের সহ-সভাপতি তিনি। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি।
-
শিল্পা শেটি : আইপিএল-এ রাজস্থান রয়্যালস-এর মালিক ছিলেন শিল্পা। ফিল্ম প্রডাকশন কোম্পানিও খুলেছেন তিনি। ‘ইওসিস’ নামের স্পা এবং স্যালোঁ-র নামে একটি চেইন মার্কেট চালান এ নায়িকা।
-
সুনীল শেটি : সারা ভারতেই রয়েছে তার জিম। পপকর্ন এন্টারটেইনমেন্ট নামে একটি ফিল্ম প্রডাকশন কোম্পানিও রয়েছে তার। এছাড়া আরো রয়েছে তার বুটিকও, রেস্তোরাঁ ও রিয়েল এস্টেটের ব্যবসা।
-
টুইঙ্কেল খান্না : তার মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দামি সুগন্ধী মোমবাতির ব্যবসা করেন তিনি। পাশাপাশি ‘দ্য হোয়াইট উইন্ডো’ ইন্টেরিয়র ডিজাইন সংস্থা ও একটি প্রযোজনা সংস্থার মালিক টুইঙ্কেল।
-
অজয় দেবগন : তিনি গুজরাটের চার্ণক সোলার প্রজেক্টের অংশীদার। রোহা গ্রুপের পাওয়ার প্লান্টেও বিনিয়োগ করেছেন অজয়। অন্যদিকে ‘অজয় দেবগণ ফিল্মস’ ও ‘ভিএফএক্স স্টুডিও’র মালিকও তিনি।
-
সুস্মিতা সেন : অভিনয় ছেড়ে এখন তিনি একজন সফল বিজনএসওম্যান। ‘তন্ত্রা এন্টারটেইনমেন্ট’ নামক একটি প্রডাকশান হাউসের মালিক তিনি। দিল্লিতে তার একটি জুয়েলারি রিটেল স্টোরও রয়েছে।
-
জন আব্রাহাম : ‘জেএ এন্টারটেইনমেন্ট’ প্রডাকশন কোম্পানির মালিক তিনি। আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড টিমের মালিকও আব্রাহাম।
-
করিশমা কাপুর : তিনি একটি ই-কমার্শিয়াল পোর্টাল চালান। এতে মা এবং শিশুর যত্নের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস পাওয়া যায়।
-
অর্জুন রামপাল : চুটিয়ে অভিনয় করতে করতেই শুরু করেছিলেন সাইড বিজনেস। দিল্লিতে তার লাউঞ্চ-বার-রেস্তোরাঁ রয়েছে। রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও।