পদ্মাবতী ছবির শুটিং স্পট
এবারের অ্যালবামে থাকছে বলিউড ছবি ‘পদ্মাবতীর’ শুটিং স্পটের ছবি।
-
পদ্মাবতী ছবিটি প্রথমে ভারতের জয়পুরে শুটিং শুরু হলেও, নানা জটিলতার মহারাষ্ট্রের কোলহাপুরে শুটিং করা হয়। শুটিংয়ের সময় দীপিকা পাড়ুকোন।
-
ভারতের মাসাইয়ের লাল মেঠো পথ দেখা যাবে পদ্মাবতী ছবিতে।
-
এমন সবুজে ঘেরা প্রান্তরে শুটিং হয়েছে পদ্মাবতী ছবির।
-
ভারতীয়দের অন্যতম পবিত্র স্থান, মাসাই দেবীর মন্দির দেখা যাবে পদ্মাবতী ছবিতে।
-
খাদ্যের সন্ধ্যানে ছুটে চলা গরুর দল দেখা যাবে পদ্মাবতীতে।
-
কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
-
মাসাইয়ের অনতিদূরেই রয়েছে পানহালা দুর্গ। সবুজে মাখা এই দৃশ্য সবাইকে ভীষণ মুগ্ধ করবে।
-
উপত্যকা থেকে নীচের বসতি দর্শকদের মনকে দূর দিগন্তে নিয়ে যাবে।
-
মালভূমির আরও একটি ঐতিহাসিক স্থান ‘বুদ্ধ লেনি’ থাকছে পদ্মাবতী ছবিতে।
-
পর্যটকদের থাকার জায়গা, মাসাই রিসোর্ট। এ দৃশ্যও দেখা যাবে পদ্মাবতীর দৃশ্যে।
-
দিন শেষে বিকেলের মন উদাস করা দৃশ্য পদ্মাবতীতে দেখা যাবে।