বলিউড তারকাদের চেয়ে বেশি পারিশ্রমিকের ছোটপর্দার অভিনেতারা
ভারতীয় ছোটপর্দার অনেক অভিনেতা-অভিনত্রেীরা বলিউড নায়ক নায়িকাদের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। এবারের অ্যালবামে থাকছে তাদের ছবি।
-
রনিত রায় : তিনি বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ধারাবাহিকে অভিনয়ের জন্য রনিতের প্রতি পর্বের পারিশ্রমিক ১ লাখ ২৫ হাজার টাকা।
-
রাম কাপুর : হিন্দি টেলিভিশন এবং বলিউড দুই জায়গাতেই দাপিয়ে কাজ করেন তিনি। তবে ছোট পর্দাতেই অভিনয় বেশি করেন রাম। তিনি ধারাবাহিকের প্রতি পর্বের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা নেন।
-
সাক্ষী তানওয়ার : তিনি হিন্দি ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ। সাক্ষী প্রতি পর্বে অভিনয় করতে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন।
-
হিনা খান : ভারতের কাশ্মীরের শ্রীনগরের মেয়ে তিনি। ধারাবাহিকের প্রতি পর্বে অভিনয়ের জন্য হিনা নেন প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।
-
দিব্যাঙ্কা : তিনি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের মেয়ে। ‘বনু ম্যায় তেরি দুলহান’ ও ‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকে অভিনয়ে করে নজর কেড়েছেন দিব্যাঙ্কা। প্রতি পর্বে অভিনয়ের জন্য এ অভিনেত্রীর পারিশ্রমিক ৮০ হাজার থেকে ১ লাখ টাকা।
-
মোহিত রায়না : মডেল হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই গিয়ে অভিনয় জগতে প্রবেশ তিনি। ‘অন্তরীক্ষ’ নামে একটি ফিকশন শোতে নজর কেড়েছিলেন মোহিত রায়না। মোহিত ইদানীং প্রতি পর্বে অভিনয়ের জন্য ১ লাখ টাকা নেন।
-
অঙ্কিতা লোখান্ডে : ধারাবাহিকের জগতে জনপ্রিয় মুখ তিনি। প্রতি পর্বে অভিনয় করেন ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার বিনিময়ে।
-
কর্ণ পাটেল : ২০০০ সালে ‘কহানি ঘর ঘর কী’ দিয়ে অভিনয় শুরু। এরপর অসংখ্য হিন্দি ধারাবাহিকে অভিনয়ে নজর কেড়েছেন কর্ণ। তিনি প্রতি পর্বে অভিনয় করতে নেন ১ লাখ টাকা।
-
মিশল রাহেজা : আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে হিন্দি ধারাবাহিকে প্রবেশ করেন তিনি। মিশল প্রতি পর্বে অভিনয়ের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা পারিশ্রমিক নেন।