আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ৬ মজার তথ্য
বলিউড অভিনেতা আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মজার ৬ তথ্য নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘সিক্রেট সুপারস্টার’ ছবির পুরোটাতে আমির খানকে দেখা যাবে মাত্র ৩০ মিনিট।
-
অনেকেই যখন প্রায় নিশ্চিত, সিক্রেট সুপারস্টার ছবিতে আমির খান অভিনয় করছেন, তখন নাকি আমির নিজেই নিশ্চিত ছিলেন না। এক সাক্ষাৎকারে আমির জানান, ছবিতে অভিনয়ের জন্য তার স্ক্রিন টেস্ট নেয়া হয়। এরপরই সিদ্ধান্ত হয় তিনি অভিনয় করবেন।
-
আমির-পত্নী কিরণ রাও নাকি চাইছিলেন না আমির এই ছবিতে অভিনয় করুক। কারণ, দঙ্গলের পর এমন একটি চরিত্রে অভিনয় তার ভাবমূর্তির পরিপন্থী হবে তিনি ভেবেছিলেন।
-
আমির খানের প্রাক্তন ম্যানেজার অদ্বৈত চন্দন এই ছবিটির পরিচালক। পরিচালক হিসেবে এটাই তার প্রথম কাজ। এর আগে ‘হানিমুন ট্রাভেলস’ এবং কিরণ রাওয়ের ‘ধোবি ঘাট’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।
-
সিক্রেট সুপারস্টারের একটি গান ‘সেক্সি বালিয়ে’র কোরিওগ্রাফ করেছেন সানিয়া মলহোত্র। দঙ্গল ছবিতে সানিয়াই আমিরের ছোট মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
-
ছবিটির জন্য জাইরা গিটার বাজানো শেখেন। মঞ্চে আদর্শ একজন গায়িকা হয়ে ওঠার জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন।