বলিউডের যে ১০ নায়িকার স্বামী সবচেয়ে ধনী
বলা হয়ে থাকে ‘নায়িকারা চিত্তশালীর চেয়ে বিত্তশালীদের বিয়ে করতে বেশি পছন্দ করেন’। বলিউডের নায়িকারাও এক্ষেত্রে পিছিয়ে নেই।
-
অমৃতা অরোরা : তিনি বলিউডে সেভাবে দাগ কাটতে না পারলেও, জীবনের পথে তিনি এগিয়ে গিয়েছেন। তার বয়ফ্রেন্ড শাকিল লাদাখ একজন নামী ব্যবসায়ী।
-
আসিন : দক্ষিণের এই নায়িকা বলিউডে সেভাবে পা জমাতে পারলেও, জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন ভেবে চিন্তেই। মাইক্রোম্যাক্স কোম্পানির কো-ফাইন্ডার রাহুল শর্মাকে বিয়ে করেন ২০১৬ সালের জানুয়ারিতে।
-
আয়েশা টাকিয়া : ক্যারিয়ারের প্রায় শুরুতেই, মাত্র ২৩ বছর বয়সে তিনি বিয়ে করেন হোটেলিয়র বয়ফ্রেন্ড, ফারহান আজমিকে।
-
সেলিনা জেটলি : সুন্দরী এই মিস ইন্ডিয়া বিয়ে করেন অস্ট্রেরিয়ার বিজনেস ম্যাগনেট পিটার হাগ-কে। সিঙ্গাপুর ও দুবাইতে রয়েছে তার ‘চেন অফ হোটেলস’।
-
জুহি চাওলা : ৯০-এর বলিউড হার্টথ্রব বিয়ে করেন স্বনামধন্য বিজনেসম্যান জয় মেটাকে। তার ব্যবসার পরিধি শুধু দেশেই নয়, আফ্রিকা, কানাডা ও মার্কিন মুল্লুকেও বিস্তৃত।
-
রানি মুখার্জী : এই মুহূর্তে বলিউডের সব থেকে বড় প্রডাকশান ব্যানারের নাম ‘যশ রাজ ফিল্মস’। পরিবারের আদিত্য চোপড়ার ঘরণীর মোট সম্পত্তি প্রায় ৯৬০ মিলিয়ন ডলার।
-
শিল্পা শেঠি : বিয়ে করেছেন লন্ডনের বিজনেস ‘টাইকুন’ রাজ কুন্দ্রাকে। প্রতি বছরে তার আয় প্রায় ১০০ মিলিয়ন ডলার।
-
শ্রীদেবী : বলিউডের বিশিষ্ট প্রযোজক-পরিচালক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী তিনি। তার মোট সম্পত্তির মূল্য ৩৫ মিলিয়ন ডলার।
-
টিনা আম্বানী : অনীল আম্বানীর সঙ্গে তার বিবাহিত জীবন নেহাত কম নয়। তার মোট সম্পত্তির খতিয়ান প্রায় ৪৩ মিলিয়ন ডলার।
-
বিদ্যা বালান : তার স্বামী, সিদ্ধার্থ রায় কাপুর, একাধারে ‘দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন্ডিয়া’-র ম্যানেজিং ডাইরেক্টর, ভারতের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন গিল্ড’-এর কর্তা ও বলিউড প্রযোজকও বটে। তার মোট সম্পত্তি ৪৭৫ মিলিয়ন ডলারেরও বেশি।