বাহুবলী-২ মুক্তির ১০ দিনে ১০ রেকর্ড
‘বাহুবলী-২’ মুক্তি পাওয়ার পর ১০ দিনে ১০টি রেকর্ড গড়েছে। ‘বাহুবলী-২’ এর তথ্য ছবি নিয়ে এবারের অয়োজন।
-
শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বক্স অফিসে বাণিজ্যিক সাফল্যের বিচারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘বাহুবলী-২’।
-
মুক্তি পাওয়ার পর প্রথম ৯ দিনেই প্রথম ভারতীয় ছবি হিসেবে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সোমবার (৮ মে) ছবিটি মুক্তির দশম দিন পূর্ণ হয়েছে।
-
অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে অতীতের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে ‘বাহুবলী-২’। ৩৬ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়েছিল।
-
‘বাহুবলী-২’ ছবিটি দেখতে বাংলাদেশ থেকেও দর্শকরা ভারতে গিয়েছে।
-
তেলুগু, তামিল, মালয়লমসহ বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া বাহুবলী-২ দ্বিতীয় বক্স অফিসে ১০২ কোটি টাকার সাফল্য পেয়েছে।
-
মুক্তি পাওয়ার পর তৃতীয় দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৬৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে বাহুবলী-২। এর আগে কোনো ভারতীয় ছবি মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিমাণ সাফল্য পায়নি।
-
‘বাহুবলী-২’ সব ভাষা মিলিয়ে প্রথম চার দিনে ৩৮৩ কোটি টাকার ব্যবসা করেছে।
-
পঞ্চম দিনে বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করে বাহুবলী-২। এছাড়া ৪৪০ কোটি টাকার ব্যবসা করে দঙ্গলের ৩৮৭.৩৮ কোটি টাকার ব্যবসাকে ছাপিয়ে গিয়েছে এই ছবি।
-
মুক্তি পাওয়ার পর সাত দিনে ‘বাহুবলী-২’-এর হিন্দি সংস্করণ ২৪৭ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে।
-
শনিবার পর্যন্ত উত্তর আমেরিকায় ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ‘বাহুবলী-২’। ভারতীয় ছবি হিসেবে এটা বিশাল সাফল্য।