ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দিতে রাজি হননি যারা
বলিউডের যে তারকারা ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দিতে রাজি হননি তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
কঙ্গনা রানাউত ২ কোটি টাকার অফার পেয়েছিলেন এমনই এক বিজ্ঞাপনের জন্য। কিন্তু তিনি পরিষ্কার জানান, ছোটবেলা থেকেই রং ফর্সা করার প্রয়োজনীয়তা তার মাথায় ঢোকে না।
-
২০১১ সালে রণবীর কাপুর একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব পান। কিন্তু রণবীর জানিয়ে দেন, এ ধরনের বিজ্ঞাপন বর্ণবিদ্বেষ বাড়ায় বলে তার বিশ্বাস।
-
২০১৫ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করার প্রস্তাব পান স্বরা ভাস্কর। তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে, বাড়াবে বর্ণবিদ্বেষ। প্রত্যেকের উচিত, নিজে যা, তাতে খুশি থাকা।
-
রণবীর হুডাও প্রত্যাখ্যান করেছেন এ ধরনের বিজ্ঞাপন। তার কথায়, রং ফর্সা হলেই যে সুন্দর, তা বিশ্বাস করেন না তিনি।
-
অভিনেত্রী কাল্কি কোয়েচলিনও বলেছেন, পৃথিবীতে এমন বহু মানুষ আছেন, যারা ফর্সা নন কিন্তু মনের দিক থেকে সুন্দর। এ ধরনের বিজ্ঞাপন আমাদের বিশ্বাস করায়, সৌন্দর্য শুধু গায়ের রঙেই সীমাবদ্ধ।