বলিউড তারকারা যেভাবে গিনেজ বুকে নাম লেখালেন
বলিউড তারকারা যে কাজ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন, সেসব কথা নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ক্যাটরিনা কাইফ : এখন বলিউডের সবচেয়ে আয় করা নায়িকাদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। সবচেয়ে বেশি উপার্জন করা নায়িকা হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা।
-
অমিতাভ বচ্চন : অভিনয় জগতে তার প্রতিদ্বন্ধী কমই আছে। কিন্তু অভিনয়ের জন্য নয়। গানের জন্য গিনেজ বুকে নাম তুলেছেন ‘বিগ বি’খ্যাত অমিতাভ বচ্চন।
-
শাহরুখ খান : গিনেজ বুকে স্থান করে নিয়েছেন বলিউডের বাদশাও। তিনিও বেশি পারিশ্রমিকের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন।
-
অভিষেক বচ্চন : খুব কম মানুষই জানেন অভিষেক বচ্চনও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী। ‘দিল্লি ৬’-এর প্রোমোশনের সময় এই রেকর্ড করেন তিনি।
-
কাপুর পরিবার : কাপুর পরিবার বলিউডে একমাত্র পরিবার যারা গত ৫ যুগ ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। প্রথমে পৃথ্বীরাজ কাপুর বলিউডে কাজ করা শুরু করেন।
-
কুমার শানু : একদিনে সবচেয়ে বেশি গান রেকর্ড করার রেকর্ড গড়েছেন কুমার শানু। ১৯৯৩ সালে এই কারণে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন তিনি। একদিনে তিনি ২৮টি গান রেকর্ড করেছিলেন।
-
আশা ভোঁসলে : বলিউডে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি একক গান গেয়েছেন আশা ভোঁসলে। মোট ১১ হাজার একক গান গেয়েছেন তিনি। ১৯৪৭ সাল থেকে তিনি ২০টি ভারতীয় ভাষায় গান গাইছেন।
-
সোনাক্ষী সিনহা : মুম্বাইয়ের প্যালাডিয়ামে এক সঙ্গে প্রায় কয়েক হাজার মহিলা বসে নেলপলিশ পরে রেকর্ড গড়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন সোনাক্ষী সিনহা। সেই কারণে গিনেজ বুকে নাম উঠেছিল নায়িকার।