সুুর সাগরে ভাসালেন শ্রেয়া
সুরের মুগ্ধতায় ঢাকাই শ্রোতাদের মাতালেন ভারতীয় শ্রোতাপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার কনসার্টের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
সুরের সাগরে ঢাকাই শ্রোতাদের ভাসালেন ভারতীয় শ্রোতাপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল। ছবি : মাহবুব আলম
-
‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে শুক্রবার (৩১ মার্চ) সুরের মুগ্ধতা ছড়ালেন শ্রেয়া। ছবি : মাহবুব আলম
-
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করছেন শ্রেয়া। ছবি : মাহবুব আলম
-
মঞ্চে এসে শ্রেয়া বললেন, ‘ঢাকার সবাইকে নমস্কার। এখানে এতো ভালো শ্রোতা পাওয়া যায় বলেই বারবার ছুটে আসি।’ ছবি : মাহবুব আলম
-
অনুষ্ঠানে শ্রেয়া দুটি সেমি ক্ল্যাসিক্যাল (মোহে রং দে লাল ও দিওয়ানী হো দিওয়ানী) গানের পর কণ্ঠে গাইলেন জনপ্রিয় ‘বাহারা বাহারা’ গানটি। এরপর একে একে কণ্ঠে তুলে নিলেন ‘আগার তুম মিল যাও’, ‘জাদু হে নাশা হে’, ‘জিয়া জ্বলে’, ‘তুম হি তো’ প্রভৃতি গান। ছবি : মাহবুব আলম
-
শ্রেয়া যখন মঞ্চে এলেন, তখন ঘড়ির কাটায় রাত নয়টা। তিনি সেমি ক্ল্যাসিক্যাল একটি হিন্দি গান নিয়ে শুরু করলেন পরিবেশনা। ছবি : মাহবুব আলম
-
লাল রঙের সালোয়ার কামিজে মঞ্চে দর্শক-শ্রোতাদের সামনে এলেন শ্রেয়া। ছবি : মাহবুব আলম