বলিউড তারকারা প্রথম উপার্জন যেভাবে খরচ করেছিলেন
বলিউড তারকারা প্রথম উপার্জন যেভাবে খরচ করেছিলেন, তার বিবরণ নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
প্রিয়াঙ্কা চোপড়া : প্রথম অ্যাসাইনমেন্টে কাজ করে ৫০০০ টাকা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই টাকা খরচ না করে মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি। আজও প্রিয়াঙ্কার ওয়ার্ডরোবের লকারে যত্ন করে রাখা আছে প্রথম উপার্জিত সেই ৫০০০ টাকা।
-
রিচা চাড্ডা : দূরদর্শনে একটি নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রথম হাতে পেয়েছিলেন ২০০ টাকা। সেটাই জীবনের প্রথম উপার্জন। বয়স তখন মাত্র ১২। পুরো টাকাটাই বাবার হাতে তুলে দিয়েছিলেন রিচা।
-
অর্জুন কাপুর : ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে সহ-পরিচালক হিসাবে কাজ করে জীবনে প্রথম বার রোজগার করেছিলেন ৩৫ হাজার টাকা। আর সেই টাকার পুরোটাই ব্যাংকে রাখার জন্য বাবা-মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি।
-
জ্যাকুলিন ফার্নান্দেজ : ছোট থেকেই একটি নামী কোম্পানির ব্যাগের উপর ‘লোভ’ ছিল জ্যাকলিনের। এরপর যখন একটি পোশাক কোম্পানির হয়ে মডেলিংয়ের সুযোগ পেলেন তখন মাইনের সমস্ত টাকা দিয়েই সেই কোম্পানির ব্যাগ কিনেছিলেন তিনি।
-
রণদীপ হুডা : অস্ট্রেলিয়ায় থাকাকালীন গাড়ি ধোওয়ার কাজ করে পেতেন ৪০ ডলার রণদীপ। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্যান বিয়ার কিনে খেতেন রণদীপ।
-
কল্কি কোয়েচলিন : লন্ডনে থেকে পড়াশোনা করতেন কল্কি। কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না। থাকা-খাওয়ার খরচ চালাতে লন্ডন ক্যাফেতে ওয়েট্রেসের কাজ শুরু করেন। মাইনে হাতে পেয়েই আগে বাড়ি ভাড়া মেটাতেন তিনি।
-
ইরফান খান : ছাত্র জীবন থেকেই জয়পুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন ইরফান। ছাত্র পিছু নিতেন ২৫ টাকা করে। কিন্তু বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব ছিল অনেকটা। যেতে আসতেই অনেকটা সময় ব্যয় হত। তাই মাইনের টাকা জমিয়ে প্রথম একটা সাইকেল কিনেছিলেন তিনি।
-
শাহরুখ খান: ছোট থেকেই তাজমহল দেখার ইচ্ছে ছিল শাহরুখের। জীবনে প্রথম মাইনে পেয়েছিলেন ৫০ টাকা। সেই টাকা দিয়েই ট্রেনে চেপে আগরা চলে এসেছিলেন তাজমহল দেখতে।