এ বছর বলিউড নায়করা কত আয় দিলেন বক্স অফিসে
২০১৬ সালে বলিউডের নায়করা কত আয় দিলেন বলিউড বক্স অফিসে তা নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
অক্ষয় কুমার : এ বছর সাফল্যের শিখরে রয়েছেন তিনি। ২০১৬ সালে তার ‘এয়ার লিফট’ ১২৯ কোটি টাকা, ‘রুস্তম’ ১২৮ কোটি টাকা এবং ‘হাউজফুল ৩’ ১০৯ কোটি টাকা মিলিয়ে মোট ৩৬৬ কোটি টাকা আয় হয়েছে বলিউড বক্স অফিসের।
-
সালমান খান : এ বছর ৬ জুলাই মুক্তির পর একের পর এক অনেক রেকর্ড গড়েছে সালমান খানের ‘সুলতান’। ভারতীয় বাজার থেকেই এ ছবির আয় হয়েছে ৩০১.৫ কোটি টাকা।
-
আমির খান : সবেমাত্র ২৩ ডিসেম্বর তার এ বছরের একমাত্র ছবি ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। মুক্তির পর ভায়তীয় বাজার থেকে ‘দঙ্গল’-এর প্রথম সাত দিনের মোট আয় ১৯৭.৫৪ কোটি টাকা। আরও দুদিনের আয় এখনও বাকি।
-
শাহরুখ খান : ২০১৬ সালে শাহরুখের ‘ফ্যান’ ৮৫ কোটি টাকা আর ‘ডিয়ার জিন্দেগি’ ৬৮ কোটি টাকা মিলিয়ে ভায়তীয় বাজার থেকে মোট ১৫৩ কোটি টাকা উপার্জন হয়েছে বক্স অফিসে।
-
জন আব্রাহাম : ২০১৬ সালে তার অভিনীত ছবিগুলি থেকে মোট ১৩২ কোটি টাকা আয় হয়েছে বক্স অফিসে। এর মধ্যে রয়েছে ‘ঢিশুম’ ৭০ কোটি টাকা, ‘রকি হ্যান্ডসাম’ ২৬ কোটি টাকা এবং ‘ফোর্স ২’ ৩৬ কোটি টাকা।
-
সুুশান্ত সিংহ রাজপুত: ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’র ব্যাপক সাফল্যের ফলে ১০০ কোটির ক্লাবে ঠাঁই হয়েছে তার। এ ছবির মোট আয় হয়েছে ১৩৩.৫ কোটি টাকা।
-
অমিতাভ বচ্চন : এ বছর তার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘তিন’ ১৯ কোটি টাকা, ‘ওয়াজির’ ৩৬ কোটি টাকা এবং ‘পিঙ্ক’ ৬৮ কোটি টাকা মিলিয়ে মোট ১২৮ কোটি টাকা বক্স অফিস রিটার্ন দিয়েছেন বলিউড শাহেনশা।
-
টাইগার শ্রফ : বছরটা বেশ ভালই গেল টাইগারের। এ বছর তার অভিনীত ‘বাগি’ ৭৭ কোটি টাকা এবং ‘এ ফ্লাইং জাঠ’ ৪০ কোটি টাকা মিলিয়ে বক্স অফিসে মোট ১১৭ কোটি টাকা আয় দিয়েছেন টাইগার শ্রফ।
-
রণবীর কাপুর : মন্দা কাটিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হাত ধরে সাফল্যে ফিরেছেন রণবীর। ভারতীয় বাজার থেকেই এ ছবির আয় হয়েছে ১১২.৫ কোটি টাকা।
-
অজয় দেবগন : করন জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ায় বেশি কিছুটা ক্ষতির মুখে পড়তে হয় অজয় দেবগন অভিনীত-প্রযোজিত ‘শাবায়’কে। তবুও ভায়তীয় বাজার থেকে এ ছবির আয় হয়েছে ১০০.৩ কোটি টাকা।