ছোটপর্দা কাঁপানো ৭ মিস ইন্ডিয়া প্রতিযোগী
এক সময় রূপের গুণে মুগ্ধ করেছেন গোটা ভারতবাসীকে। তারা প্রত্যেকেই ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগী। পরবর্তীকালে তাদের ভারতীয় টেলিভিশনের একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এমনই ৭ রূপসীকে নিয়ে এবারের অ্যালবাম।
-
গওহর খান : মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন। এরপর তিনি টিভি নাটকে নিয়মিত হন। সেই সঙ্গে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন।
-
মিহিকা ভর্মা : ‘ইয়ে হ্যায় মহব্বতে’ সিরিয়ালের এই অভিনেত্রী ২০০৪ সালে মিস ইন্টারন্যাশনাল-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
-
স্মৃতি ইরানি : ১৯৯৮ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি। বর্তমানে মানবসম্পদ উন্নয়নের মন্ত্রী ও টেলিভিশনের অতিপ্রিয় ‘তুলসী’।
-
গৌরী প্রধান : ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তিনিও অংশগ্রহণ করেছিলেন। টেলিভিশনে ডেবিউ করেন ‘নূরজহান’ ধারাবাহিকে।
-
অস্মিতা সুদ : ‘ফির ভি না মানে বদতমিজ দিল’-এর এই অভিনেত্রী ২০১১ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
-
রেশমি ঘোষ : ২০০২ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ তো বটেই, আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন।
-
ঐশ্বর্য সাখুজা : ‘সাস বিনা শ্বশুরাল’-এ তার অভিনয়কে ভুলতে পারে! ২০০২ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি।