ভারতের যে নায়িকারা রাজনীতিতে এসেছেন
রাজনীতিতে অংশগ্রহণের দিক দিয়ে ভারতের শোবিজ অঙ্গনের তারকারা এগিয়ে রয়েছেন। এবারের অ্যালবামে ভারতের যে নায়িকারা রাজনীতিতে এসেছেন তাদের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রম্য : কন্নড় ছবির এই নায়িকা ২০১২ সালে রাজনীতিতে আসেন। বর্তমানে কংগ্রেসের সদস্য তিনি।
-
আঙুরলতা ডেকা : আসামের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। মাত্র এক বছর হল রাজনীতিতে এসেছেন। বর্তমানে তিনি আসামে বিজেপির এমএলএ।
-
দেবশ্রী রায় : বাংলার এই নায়িকা বহুদিন হল এসেছেন রাজনীতিতে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য ও রায়দিঘির এমএলএ।
-
হেমা মালিনী : ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। বর্তমানে মথুরার সাংসদ তিনি।
-
জয়া বচ্চন : সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন।
-
জয়ললিতা : দক্ষিণের সর্বসেরা নায়িকাদের অন্যতম। ১৯৮২ সালে যোগ দেন এআইএডিএমকে পার্টিতে। মৃত্যুর সময় ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
-
জয়া প্রদা : ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। একাধিক পার্টি পরিবর্তন করেছেন, বহিষ্কৃতও হয়েছেন। বর্তমানে তিনি কংগ্রেসের সদস্য।
-
লকেট চট্টোপাধ্যায় : প্রায় সদ্য রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন বলা যায়। ২০১৬ বিধানসভা ভোটে দাঁড়িয়েও হেরে যান।
-
মুনমুন সেন : ২০১৪ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বর্তমানে বাঁকুড়ার সাংসদ।
-
রূপা গঙ্গোপাধ্যায় : এক বছর হল যোগ দিয়েছেন বিজেপিতে। বিধানসভা ভোটে লক্ষ্মীতন শুক্লর কাছে হেরে গেলেও বর্তমানে রাজ্যসভার সাংসদ।